আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার এর সাথে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়সভা ও তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা নিমিত্ত অংশীজনের (Stakeholder) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগস্ট -২০২৩) বেলা ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হন একদল বিপথগামী ঘাতকদের বুলেট আঘাতে নিহত হন চার জাতীয় নেতা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধিশালী স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা একান্ত কাম্য। বর্তমান সরকার করোনা ভাইরাস সংক্রমণ কঠোরভাবে মোকাবেলা করেছে। আমাদের সন্তানদের জন্য বছরের প্রথমে বিনামূল্যে বই হাতে তুলে দিচ্ছেন যা এমন কেউ অতীতে করেনি, অসহায় বঞ্চিত মানুষদের জন্য তিনিই আশ্রয়ণ প্রকল্পের মাধমে জমিও ঘরবিহীন গরীব অসহায়দের বিনা টাকা-পয়সায় জমি দিয়ে ঘর নির্মাণ করে দিয়ে বিদ্যুৎ, পানি সহ বসবাস করার জন্য সবই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সন্তানদের সু-শিক্ষা দানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। সকল অফিসে দূর্নীতি ও ঘুষ মুক্ত রাখতে হবে সবাইকে ভালো মানুষ হতে হবে। সরকারের সকল দপ্তরের প্রধান গণ সহ অন্যদের সৎ হয়ে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। সমাজে সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জের বর্তমান এসপি আইন শৃঙ্খলায় ভালো করছেন এ জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে স্বচ্ছ, সুন্দর হয় সেজন্য নির্বাচনের পূর্ব হতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময়ে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিএম (বার), সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম. সোহেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ( ১) মোঃ নূরুল হক, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন তথ্য -উপাত্ত উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির। অনুষ্ঠান পরিশেষে, জেলা প্রশাসকের পক্ষ হতে এবং পুলিশ সুপার পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্মারক সন্মাননা প্রদান করা হয়।
এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।
দুপুর ২ টার দিকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলার সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন।