
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: শিশু কন্যা মাইমুনা আক্তারকে ফসল তোলার সময় ক্ষেতের একপাশে বসিয়ে রাখেন মা। এক পর্যায়ে মায়ের অগোচরে শিশু মাইমুনা আক্তার রেখা পাশ দিয়ে প্রবাহিত খালে পড়ে মারা যান। ২ মে বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।খোঁজাখুঁজির এক পর্যায়ে খালে তার ভাসমান দেহ দেখতে পায় স্থানীয়রা। উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় , নিহত দুই বছরের শিশু কন্যা মাইমুনা আক্তার রেখা এলাকার আমিনুর রহমান কোম্পানির মোহাম্মদ আলী ড্রাইভারের কন্যা।এক ভাই, দুই বোনের মধ্যে শিশু কন্যা মাইমুনা আক্তার রেখা ছিল সবার ছোট।