রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য ড. এস. এম. হাসান তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদান করেন। এরপর এক বিজয় র‍্যালি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ হতে শুরু হয়, এসময় র‌্যালিটি স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি হয়ে শাহজাদপুর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ বেদিতে পুষ্পস্তবক প্রদান করে, অতঃপর মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিনগুলোতে অগ্রসর হতে হবে তবেই আমরা বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো। এক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নিমিত্তে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার নিমিত্তে প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন- শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি নিজেদেরকে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মহান বিজয় দিবসে সকল ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণ করাই হোক আমাদের প্রত্যয়।

এরপর দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে অ্যাকাডেমিক ভবন-৩ এর প্রাঙ্গনে বিকাল ৩.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মাইনুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব জান্নাতুল মাওয়া মুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব বিজন কুমার, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জনাব নুসরাত জাহান, সংগীত বিভাগের চেয়ারম্যান জনাব ইয়াতসিংহ শুভ এবং প্রক্টরিয়াল বডির সমন্বয়ক জনাব নজরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর চড়াইখোলায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। নিহত দুই শিশু ওই নারীর সন্তান। এছাড়া রক্তাত্ব অবস্থায়

‘মির্জা ফখরুল: অসুস্থতা নাকি অভিমান’

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সপ্তাহের বেশি সময় ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি এবং তার স্ত্রী সেখানে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যশোরে টগর হত্যাকাণ্ডে ৬বাড়িতে আগুন দিয়ে ভস্মীভূত

জেমস আব্দুর রহিম রানা: যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ায় টগর হত্যাকাণ্ডের জেরে ছয়টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ি গুলো পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এর

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিটনেসবিহীন মোটরযান চললেই ব্যবস্থা: বিআরটিএ

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। তাই এসব চালানো বন্ধ

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয়। সোমবার