
নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ধর্ষণ মামলায় জামিন দিয়েছে আদালত।
২০২১ সালের ১৮ এপ্রিল জান্নাত আরা ঝর্ণা নামের এক নারী ঘোড়ারঘাট থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা গোয়েন্দা পুলিশ মোহাম্মদপুরের মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এ মামলায় জামিন পেলেও কারামুক্তি পাচ্ছেন না।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আমরা জামিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মেডিকেল বোর্ডের প্রতিবেদন তুলে ধরেছি। প্রতিবেদনে বাদী বলেছেন স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। মামুনুল হকের সাথে ওই নারীর বিবাহের সম্পর্ক রয়েছে। এছাড়া বাদীর ছেলে আদালতে স্বাক্ষী দিয়েছেন তার মায়ের সাথে মামুনুল হকের বিবাহ হয়েছে। আদালত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি’) রকিব উদ্দিন আহমেদ বলেন, মাওলানা মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। দীর্ঘ প্রায় তিন বছর কারাগারে আটক থাকার পর আজ নারী ও শিশু নির্যাতন দমন কোর্টের বিচার আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিল মঞ্জুর করেন।’