ব্রাহ্মণবাড়িয়ায় নামাজের মাসআলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মসজিদের ভেতরে নামাজের মাসআলা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় হামলা করা হয় মসজিদেও।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল’) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরচারতলা মোল্লাবাড়ি ও কিছকি বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদে ইমামতি করেন মোল্লাবাড়ির নেতা মাওলানা মহিউদ্দিন মোল্লা। শুক্রবার এশা ও তারাবিহ নামাজ শেষে ইমামের অনুমতি নিয়ে নামাজের কিছু মাসআলা নিয়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন কিছকি বাড়ির নেতা ঠিকাদার শফিকুর রহমান। এ নিয়ে মুসল্লিদের দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে নামাজ শেষে মসজিদের বাইরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। হামলা চালানো হয় মসজিদেও। ভেঙে ফেলা হয়েছে মসজিদের দরজা-জানালা।’

এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মোল্লা বলেন, ‘তারাবিহ নামাজ শেষে কিছকি বাড়ির নেতা ঠিকাদার শফিকুর রহমান দুই মিনিট কথা বলতে আমার অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দেই। তিনি তার বক্তৃতায় এ মসজিদের কোনো মুসল্লিরই নামাজ হয় না বলে ফতুয়া দিলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। এতে শফিকুল ইসলামের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে মসজিদসহ আমাদের বাড়ির লোকজনের ওপর হামলা করেন। এসময় আমাদের বাড়ির পাঁচজন গুরুতর আহত হন।’

তবে মসজিদের মুসল্লি ঠিকাদার শফিকুর রহমান বলেন, ‘আমি তারাবিহ নামাজ শেষে নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে নামাজের কিছু জরুরি মাসআলার বিষয়ে ইমাম ও মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করি। নামাজের প্রয়োজনীয় তাসবিহ পাঠের জন্য রুকু, সেজদা ও দাঁড়ানোতে পর্যাপ্ত সময় দান ও কাতার সোজা করা করার গুরুত্ব বিষয়ে খেয়াল দিতে ইমামকে অনুরোধ করি। এতে ইমাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে মসজিদের ভেতরেই আমাকে নাজেহাল করেন। পরে তারা আমার ও আমার এক ভাইয়ের বিল্ডিংয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন। আমার ব্যবহারের গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এসময় আমদের বাড়ির আটজন গুরুতর আহত হন।’

তবে স্থানীয়দের ভাষ্য, চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মোল্লা স্থানীয় একটি আলিম মাদরাসার অধ্যক্ষ। মাদরাসাটির নামকরণ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মসজিদে মাসআলা সংক্রান্ত বিষয়টি একটি অজুহাতমাত্র।

জানতে চাইলে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে পুলিশ প্রায় ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় অফিসারসহ তিন পুলিশ আহত হন। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে

‘নতুন করে যে বিষয় এবং যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করতে এবং সেসব নজরদারী সরঞ্জাম কেনা-বেচার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করতে ভিসা নিষধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

‘মামলা থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হচ্ছেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: একের পর এক ঝামেলায় পড়েছেন ইউনূস। যিনি নিজেকে একসময় আইনের ঊর্ধ্বে মনে করতেন। আইন বিচার তার জন্য প্রযোজ্য না-এমন একটি বদ্ধমূল ধারণা যা

বেলকুচিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের সোহাগপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় গ্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর)

কী আছে আম্বানির ২৭ তলা বাসভবন ‘অ্যান্টিলিয়ায়’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার পরিবার থাকেন মুম্বাইয়ে ২৭ তলার একটি বিলাসবহুল ভবনে। বাসভবনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টিলিয়া’ ভবন। বাসভবনটি ৪

সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারের বিরুদ্ধে একটি ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায়