সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,
উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামানিক প্রমূখ।
অনুষ্ঠানের আলোচনা শেষে সোহাগপুর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে টচে জিতে ব্যাট করেন সুধী একাদশ রান নেন ৭৮ অপর দিকে উপজেলা প্রশাসন একাদশ ৮০ রান করে বিজয় লাভ করে। পরে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।