বেনাপোলে চেকপোস্টে অস্বাভাবিক যাত্রী চাপ, ইমিগ্রেশনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে মিলছে টানা বেশ কয়েকদিনের ছুটি। এ সুযোগে অনেকে ভ্রমণ করছেন প্রতিবেশী দেশ ভারতে। এতে যশোরের বেনাপোল চেকপোস্টে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটা বেড়ে গেছে। আবার একই সময়ে বেনাপোল দিয়েই অনেকে ভারত থেকে দেশেও ফিরছেন। তবে উভয় দেশের ইমিগ্রেশনে সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

সরেজমিনে নিয়ে গিয়ে দেখা যায় যাত্রীর চাপ সামলাতে নিরলস ভাবে কাজ করছেন আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা ও বন্দর কর্তৃপক্ষ।

ঈদের এই সময়টাতে ঘুরাঘুরির পাশাপাশি চিকিৎসা ও ব্যবসার কাজেও অনেকে ভারতে যাচ্ছেন। অনেকে দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেও যাচ্ছেন। আবার অনেকে ঈদ ঘিরে বেনাপোল দিয়ে ফিরছেন বাংলাদেশে।

তবে বিগত বছরগুলোর মতো এবারও চেকপোস্টে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা আর অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা। অভিযোগ রয়েছে দালালদের হয়রানির নিয়েও। বর্তমানে বেনাপোলে দুই পাশের ইমিগ্রেশনের কাজ সারতে যাত্রীপ্রতি প্রায় ৫-৬ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশও করছেন যাত্রীদের অনেকেই।

বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবার মান বাড়াতে তারা কাজ করছেন। হয়রানি এড়াতে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং কিছুক্ষণ পর পর বন্দর কর্তৃপক্ষ মাইকে অ্যালাউন্স করছেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রায় ৬০ হাজার পাসপোর্টধারী যাত্রী দু’দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে প্রবেশ করেছেন ৪২ হাজার ১৩৭ জন। আর ভারত থেকে ফিরেছেন ১৭ হাজার ৮৬৩ জন।

প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২০ লাখ পাসপোর্টধারী যাতায়াত করেন। ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের বছরে প্রায় ১০০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়ে থাকে ও ভিসা ফি বাবদ ভারত সরকারের প্রায় ১৫০ কোটি টাকা ওপরে আয় হয়। ভ্রমণের ক্ষেত্রে বছরে বছরে এ অর্থের পরিমাণ দুই দেশে বাড়ালেও সেবার মান বাড়ছে না বলে অভিযোগ পাসপোর্ট যাত্রীদের।

তারা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় এখন সকালের জায়গায় ভোর ৩ টার মধ্যে বন্দরে ভিড়ছে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস। তবে যাত্রীরা দ্রুত পৌঁছালেও বন্দর সকাল সাড়ে ৬টায় খোলায় তাদের দীর্ঘসময় সড়কের ওপর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তার ভিতরের রড-বৃষ্টিতে যাত্রীদেরকে ভিজতে হয় । তীব্র রোদে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পরছেন অনেকে।

অন্যদিকে, ভারত অংশে জনবল সংকটের কারণে ইমিগ্রেশনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পেট্রোপোল ইমিগ্রেশন যাত্রীসেবা না দিয়ে বারবার বিএসএফের তল্লাশির কারণে দেরী হচ্ছে। ইমিগ্রেশনটা নিয়ন্ত্রণ করে পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। তারা নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন বিএসএফের কাছে। গত এক সপ্তাহ থেকে ভারতীয় নাগরিকরা বিজনেস ভিসা নিয়ে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে শহিদুল নামে এক যাত্রী বলেন, এবার পরিবার নিয়ে ভারতে যাচ্ছি। কিন্তু এখানে ছয় ঘণ্টা তীব্র গরম আর রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। লাইন কমছে না। পেট্রাপোল চেকপোস্টে অফিসাররা ধীরগতিতে কাজ করায় সময়টা বেশি লাগছে। আর কত সময় লাগবে বলতে পারছি না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঈদুল আজহার ছুটিতে এক সপ্তাহে প্রায় ৬০ হাজার পাসপোর্ট যাত্রী দু’দেশের মধ্যে আসা-যাওয়া করেছেন। তবে এবার রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। যাদের অধিকাংশই ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।

ইমিগ্রেশন ওসি আরো বলেন পেট্রাপোল ইমিগ্রেশনকে আমরা অনুরোধ করেছি দ্রুতযাত্রীদের কে নেওয়ার জন্য

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, যাত্রীসেবার মান বাড়াতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ভারতীয় কর্তৃপক্ষকেও সেবা বাড়াতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আমার আনসার সদস্য এপিবিএন সদস্য সিকিউরিটি গার্ড সদস্য সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরলস ভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন বন্দর পরিচালক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার

বড় পরিবর্তন আসছে গুগল প্লে স্টোরে, থাকবে না হাজার হাজার অ্যাপ

ঠিকানা টিভি ডট প্রেস: গুগল তাদের প্লে স্টোরের অ্যাপগুলোর জন্য নিয়ে আসছে নতুন পরিবর্তন। আগামী ১ সেপ্টেম্বর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও সেনাবাহিনী। শুক্রবার (২৪ মে’) বেলা ১১টার দিকে

গোপালগঞ্জে সেবাশ্রমের ১ পূঁজারী খুন

ঠিকানা টিভি ডট প্রেস: গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূঁজারী হাসিলতা বিশ্বাস (৭০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশের ধারনা, শনিবার (০২ মার্চ)

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে বাসায় খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের ভাড়াবাসা ফিরোজায় চলবে। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চলবে চিকিৎসা। যদি প্রয়োজন হয়, যেকোনো সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে

‘মালদ্বীপের কোলঘেঁষে সামরিক ঘাঁটি উদ্বোধন করলো ভারত’

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপ সরকার চীনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি করার দু’দিন পরই ভারত মহাসাগরে নজরদারি আরও শক্তিশালী করতে মালদ্বীপের কোলঘেঁষে লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি তৈরি করেছে