আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বিক্রি হয়নি ৩৫ মণের ‘ভাইজান’

ঈদে তার কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পায়নি যশোরের সব থেকে বড় গরু ৩৫ মণ ওজনের ‘ভাইজান’। ২০ লাখ টাকা দাম হাঁকানো ভাইজানের দাম উঠেছে মাত্র ৭ লাখ। তাই বিশালদেহী ষাঁড়টিকে বিক্রি করতে না পেরে হতাশ মালিক খামারি কাজল হোসেন।

যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের কাজল হোসেনের খামারে ৩৭টি গরুর মধ্যে সবথেকে বড় গরু ছিল এটি। গেল ঈদে তার খামার থেকে ৬টি গরু বিক্রি হলেও বড় গরুটি বিক্রির জন্য কাঙ্ক্ষিত ক্রেতা পাননি কাজল হোসেন। বর্তমানে গরুটির পেছনে দৈনিক ৮০০ থেকে ১ হাজার টাকা খরচ হয়ে থাকে।

‘ভাইজানের’ মালিক কাজল হোসেন বলেন, ভাইজানকে কেনার উদ্দেশ্যে যশোরের বাইরে থেকে বড় কোনো পার্টি আসেনি। যেসব ক্রেতারা এসেছে তারা সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত বলেছে। কোনো ক্রেতা যদি ১৩/১৪ লাখ বলতো তাহলে ছেড়ে দিতাম।

তিনি আরও বলেন, চার বছর ধরে ভাইজানকে লালন-পালন করেছি। অনেক টাকা ব্যয় হয়েছে। এখন কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসান হবে। এতো বড় গরু হাটে তোলা সম্ভব নয় এজন্য বাড়ি থেকে বিক্রি হবে বলে আশা করেছিলাম। এখন লোকসান হলেও কিছু করার নেই, আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি।

কাজল হোসেন জানান, বিশালদেহী গরুটিকে প্রাকৃতিক খাবার কাঁচা ঘাস, মোটা গমের ভুষি, আটা সয়াবিনের খৈল, রাইস পালিশ, ভুট্টার গুড়ো ইত্যাদি খাইয়ে লালন-পালন করা হয়েছে। বর্তমানে ভাইজানের উচ্চতা পেছনের অংশে ৬৫-৬৭ ইঞ্চি, সামনের অংশে ৭১-৭২ ইঞ্চি এবং লম্বায় ১০ ফিটেরও বেশি। সামনের কেরবানির ঈদে ভাইজানকে বিক্রয় করা হবে। তবে নতুন করে এখনও দাম বলেননি খামারি কাজল হোসেন। ক্রেতারা বাড়ি থেকে সরাসরি দেখে দাম করবেন বলে এই মুহূর্তে দাম হাঁকাতে ইচ্ছুক নন কাজল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

জুম্মা সম্পর্কে বিস্তারিত।

 প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ‘ইয়াওমুল আরুবা’ (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায়

শাহী চাঁপাবাজ

 এক্সিডেন্টের খবর শুনে এসেছিলো পরের দিনেই।সেই সাতক্ষীরার দেবহাটা থেকে বাইক ড্রাইভ করে।মনে হয়েছিলো মালয়েশিয়া পেনাং শহর থেকে সুঙ্গাই পাতানী এসেছে আমাকে দেখতে। মালয়েশিয়া থাকতে দুজন

গণতন্ত্রের নামে বিএনপি এদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে সবসময় এদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ

ডাক্তারের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতাল সিলগালা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে ডাক্তারের দায়িত্বে অবহেলায় সিজারের সময় মরিয়ম খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালটি সিলগালা করা হয়েছে’।

জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাফিউলের বাবা বলেন- আমার ছেলে যে জঙ্গি হবে এটা বিশ্বাস করতে পারছি না

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা চৌদ্দ বছর দেশের বাইরে থেকে উপার্জন করেছেন। এরপর নিজ বাড়ি যমুনায় ভেঙ্গে গেলে বাসাভাড়া নিয়ে শহরে থেকে ছেলেকে পড়িয়েছেন’। সেই ছেলে জঙ্গি

মানবতাবিরোধী অপরাধ, পিরোজপুরে চারজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহীনুর