আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘বিএনপিতে কে খায় না, কত খায় না’

নিজস্ব প্রতিবেদক: মেজর হাফিজ এর ঘটনার পর গত রাতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে স্কাইপে বৈঠকে মিলিত হয়েছিলেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারেক জিয়া দলের কাউকেই এখন আর বিশ্বাস করতে পারছেন না বলে সাফ জানিয়ে দিয়ে বলেছেন যে, আপনারা সবাই আসলে চোর, সবাই আসলে সরকারের দালাল, সরকারের কাছ থেকে সবাই সুযোগ সুবিধা নিচ্ছেন। কে কত নিচ্ছেন, সে হিসাবটা আমাকে একটু দেবেন, প্লিজ’।

তারেক জিয়া ছিলেন অত্যন্ত ক্ষুব্ধ এবং পুরো এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকে লন্ডনে পলাতক এই দণ্ডিত ব্যক্তি একাই কথা বলছেন। অন্যান্য নেতারা চুপচাপ শুনেছেন। রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই স্কাই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।’

সিঙ্গাপুর থেকে এই বৈঠকে মির্জা ফখরুল আলমগীরের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এই বৈঠকে যোগ দেননি।

বৈঠকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের হঠাৎ বিএনপির প্রতি এত দরদ দেখানোর প্রসঙ্গ কথা বলে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপির বিভিন্ন নেতাকে নানারকম টোপ দিয়ে তাদেরকে পারচেজ করা হয়েছে। তার প্রমাণ মেজর হাফিজ। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিতে কেউ সরকার থেকে টাকা পায় আন্দোলন করার জন্য, কেউ সরকার থেকে টাকা পেয়ে অসুস্থ হওয়ার জন্য, কেউ সরকার থেকে টাকা পায় জেলে যাওয়ার জন্য। আবার কেউ টাকা পায় চুপচাপ ঘরে বসে থাকার জন্য। কে কোন দিক থেকে পয়সা পাচ্ছেন, কে কোন দিক থেকে কিভাবে লাভবান হচ্ছে সেটা নিয়ে সন্দেহ। এ ভাবে একটি দল চলে কি না সেটা নিয়েও প্রশ্ন করেন লন্ডনে পলাতক তারেক জিয়া।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢালাওভাবে এই ধরনের মন্তব্য শোভন নয় বলে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপিতে বহু ত্যাগী নেতা আছে, যারা জীবন উৎসর্গ করেছে, অনেক কষ্টে জীবনযাপন করেছেন। দু একজন নেতার পদস্থলনের জন্য সবাইকে ঢালাও ভাবে দায়ী করা ঠিক নয়।

বিএনপির এই নেতা এটিও বলেন, যদি দলের ভিতর শুদ্ধি অভিযান পরিচালনা করতে হয়, তাহলে ঐ লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। তিনি এটিও বলেন, বিএনপির মধ্যে যেমন ইতিবাচক লোকজন আছে, তেমনি সরকারের সাথে গোপন যোগাযোগ করা ব্যক্তিরাও রয়েছেন। কারা সরকারের সাথে কিভাবে যোগাযোগ করছেন সেই খবরগুলো রাখতে হবে। ঢালাওভাবে কাউকে দোষী করা যাবে না।’

একজন স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন তোলেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজের এই সমস্ত ঘটনা আগে জানা হল না কেন। তাকে কেন স্বাধীনতা দিবসের বিএনপির কমিটির আহ্বায়ক করা হল। আহ্বায়ক হওয়ার পর এ ধরনের খবরগুলো প্রকাশিত হল কেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, এগুলো সবই সরকারের পাতানো ফাঁদ। সরকার যখন যাকে প্রয়োজন মনে করে তখন তাকে টোপ দেয়। আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই টোপ প্রকাশ্যে আনে। মেজন হাফিজের বিষয়টি সরকারের একটি টোপ বলে আমীর খসরু উল্লেখ্য করেন। তাকেও সরকার টোপ দিয়েছিল বলে মন্তব্য করেন। তবে তারেক জিয়া বলেন, আমি কার বক্তব্য বিশ্বাস করব সেটি বুঝতে পারছি না। কারণ সবাই তো সরকারের সঙ্গে প্রকাশে গোপনে নানারকম দেন দরবার করছেন। কে কি পাচ্ছেন এবং কত পাচ্ছেন সে হিসেবেটা দিলে আমার সুবিধা হবে। বৈঠকের এক পর্যায় কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক সমাপ্ত হয়ে যায় বলে একাধিক সূত্র জানিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ব্যবসায়ীদের দাপটে ক্ষমতাকেন্দ্রে কোণঠাসা আমলারা’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদে এবার যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রায় শতকরা ৯০

ভূঞাপুরে নির্মাণাধীন ভবন থেকে পা ফসকে শ্রমিকের মৃত্যু

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে শুক্রবার(২৬ এপ্রিল) দুপুরে ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে বাবুল মিয়া বাবু (৫৫)

আমার মেয়ের সঙ্গে ১০-১২ জন ছেলের অশ্লীল ছবি তুলে মুশতাক: তিশার বাবা

ঠিকানা টিভি ডট প্রেস:‘অসম’ বিয়ের কারণে আলোচনায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম

২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়,দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’এর প্রভাবে আগামী ২৪ থেকে ২৮ মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ২৬ মে সন্ধ্যার পর থেকে ২৭

৭০০’মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা পোর্টাল: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। মঙ্গলবার (২৩ জানুয়ারি’) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস

পাকিস্তানে ভোটের দিন পুলিশের গাড়িতে বোমা হামলা, ৪ কর্মকর্তা নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: আজ পাকিস্তানে চলছে সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে টানা বিকাল ৫টা (বাংলাদেশ সময়