বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আরকানুল ইসলাম (১৬) নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আরো চার জন আহত হয়ে চিকিৎসাধিন আছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে গন্ডামারা ব্রীজের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত আরকানুল ইসলাম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিং বাইরগ্যা বাপের বাড়ির সিএনজি চালক জাকের হোসাইনের পুত্র। সে গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এ বছর পরিক্ষা দিচ্ছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ‘ব্রীজের পূর্ব দিক থেকে চাল বোঝাই একটি ট্রাক ব্রীজ পার হচ্ছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসাতে ট্রাকের পেছনে থাকা সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলে ওই পরিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় চাল বোঝাই ট্রাকটি খাদে পড়ে যায়।
জানা যায়, আজ আরকানুল ইসলাম সহ ৪-৫ জন শিক্ষার্থী পরিক্ষা দিয়ে আসার সময় ব্রীজের পূর্ব পাশে এ ঘটনাটি ঘটে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুষ্মিতা বিশ্বাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত আরকানুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরো চারজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন। তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়াধিন রয়েছে।