
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দেড় বছর বয়সী রোমাইসা জান্নাত নামে এক শিশু মারা যায়। বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকার ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা শিশু। তিনি ওএসএল ফার্মা লিমিটেড এর মেডিক্যাল প্রমোশন অফিসার।
শিশুর পিতা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘আজ সকালে আমাদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আমার মেয়ে রোমাইসা। হঠাৎ খোঁজ নিয়ে দেখলে নিজেদের চোখেই মেয়েকে পুকুরে ভাসমান অবস্থায় দেখি। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’
উপজেলার চাম্বলস্থ চাম্বল জেনারেল হাসপাতাল (বেসরকারি) এর আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ্ বিন আব্দুল করিম বলেন, ‘শিশু রোমাইসাকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’