বাঁশখালীতে কুল চাষ করে শিক্ষিত যুবক তৌহিদুলের ভাগ্যবদল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উন্নতজাতের কুল বরই চাষ করে ভাগ্যবদল হয়েছে শীলকূপ ইউনিয়নের পূর্ব-শীলকূপ গ্রামের শিক্ষিত যুবক মোহাম্মদ তৌহিদুল ইসলামের। তৌহিদুল ইসলাম (২৬) শীলকূপ গ্রামের মো. আলমগীরের ছেলে। আট ভাই-বোনের মধ্যে তৌহিদুল ৬ষ্টতম সন্তান। সর্বপ্রথম ২০২১ খ্রিষ্টাব্দে নিজস্ব দশ গন্ডা জমিতে শখের বশে কুল বরই লাগালেও এখন তিনি বাণিজ্যিক ভিত্তিতে চাষ শুরু করেছেন। পৈত্রিক জমিসহ চাচাদের থেকে লিজ নেওয়া প্রায় তিন একর জমিতে রোপণ করেছেন ৬ শতাধিক কুলের চারা। চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগানের কুলগাছে আশাতীত ফলন হয়েছে। কুল বাগানে ছোট ছোট গাছে কুল বরই ভরে গেছে। এইচএসসি পাস তৌহিদুলের চাষ করা কাশ্মীরি কুল ও বলসুন্দরী কুলের বাগান দেখতে প্রতিনিয়ত লোকজন ভিড় জমাচ্ছেন। বাগান দেখতে এসে অনেকেই দেড়শ টাকা কেজি খুচরা মূল্যে ৪-৫ কেজি ক্রয় করে নিয়ে যাচ্ছে খোদ্ বাগান থেকেই।

তৌহিদুল ইসলাম ২০১৪ খ্রিষ্টাব্দে বাঁশখালী বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে এসএসসি পাশ করেন। ২০১৬ খ্রিষ্টাব্দে সরকারী আলাওল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি বলেন, ‘গত দু’বছর আগে আমি উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে কুল বরইয়ের বাগান দেখি। তখন থেকে কুল বরই চাষে আমার আগ্রহ বাড়ে। ২০২১ খ্রিষ্টাব্দে বরিশাল থেকে কুল বরই চারা এনে প্রথমে ১০ গন্ডা জমিতে চাষ শুরু করি।’ ফলন ও লাভ ভালো হওয়ায় বর্তমানে তার তিন একর জমিতে কাশ্মীরি কুল ও বলসুন্দরী জাতের ছয় শতাধিক কুলের চারা বরিশাল থেকে এনে রোপণ করেন। প্রথমবার ভাল ফলন হয়েছে। এবারও ভালভাবে কুলবরইয়ের ফুল ফুটেছে। গেল বছর ঘূর্ণিঝড় হামুনের প্রভাবটিও পড়ে তার কুল বাগানে। তাই বিগত সময়ের চেয়ে এবার ফলন আশাতীত হয়নি বলে জানান তিনি।তিন একর জমিতে তার প্রায় তিনলক্ষ টাকা খরচ হয়েছে। ৪ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিক্রির আশা করছে তিনি। হামুনের প্রভাব না পড়লে এ বছর ৭ থেকে ৮ লক্ষ টাকার কুল বিক্রির সম্ভাবনা ছিল।

কুলচাষী তৌহিদুলের সাথে কথা হলে তিনি জানান, ‘কুল বাগানে কাজ করে খেয়ে-পরে ভালো আছি। সময়ও সুন্দর কাটছে। পাশাপাশি বাড়িতে ছোট একটি গরুর খামারও আছে। আমার ছোট ভাই রেজাউল করিম ড্রাইভিংয়ের পাশাপাশি আমার বাগানে সহযোগীতা করে। বলতে গেলে এদেশে চাকরি সোনার হরিণ। পড়ালেখা করে চাকরির আশা না করে উপজেলার অন্য বেকার যুবকরা এ ধরনের কুল বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা তৌহিদুলের। বলসুন্দরী, কাশ্মিরী, থাই, নারকেল জাতের কুল ছাড়াও বাগানে সিডলেস কুলসহ আরো বহু প্রকার কুল চাষ করা যায়। এসব কুল খেতে মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে প্রচুর।’ তার এ সাফল্যে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। এলাকার অনেক যুবক কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

স্থানীয়দের কয়েকজন জানান, প্রথমে ক্ষুদ্র পরিসরে কুলচাষ শুরু করেন তৌহিদুল। এখন এবাগান দেখে তারা অভিভূত। অনেকে তাদের জমিতেও এই ধরনের কুল বাগান করবেন বলে জানান। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতা পেলে কুলচাষে অনেকেই আগ্রহ দেখাবে বলে জানান তারা।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক প্রতিবেদককে জানান, পুরো বাঁশখালীতে প্রায় ১২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুলচাষ হয়েছে। বিশেষ করে উপজেলার সাধনপুর, বৈলছড়ী, গন্ডামারা, শীলকূপ, নাপোড়া, সরলে কুলচাষটা লক্ষনীয়। জানুয়ারী থেকে ফেব্রুয়ারিতে কুলের চারা রোপন করতে পারলে এক বছরেই ফল বিক্রি করা যায়। কৃষিতে দিনদিন মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে, এটা ভাল দিক। গতানুগতিক কৃষিকাজ করে লাভ নাই। লাভজনক ও পরিকল্পিত কৃষিকাজ করলে কৃষক লাভবান হয়। কৃষি কে ব্যাবসায়িক চিন্তায় নিলেই লাভবান হওয়া যায়।

তিনি আরো বলেন, এ উপজেলায় কাশ্মীরি কুল বরইসহ বিভিন্ন জাতের কুলের আবাদ হচ্ছে। আকারে বড় ও সুস্বাদু কাশ্মীরি কুলের বেশ চাহিদা রয়েছে। বলসুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মিরী কুল চাষে লাভ বেশি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। কুল বরইয়ের চারা রোপণ ও চাষের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ছবিঃ পূর্ব-শীলকূপ মো. তৌহিদুল ইসলামের কুল বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশী জাতের কুল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক ইলিয়াস হোসেনের বিচার সম্পর্কে যে তথ্য জানা গেল

বাংলা পোর্টাল: মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদারের

একাধিকবার নভনীতকে চুমু খেতে বাধ্য করেছিলেন আমির

নব্বইয়ের দশকে জনপ্রিয় সিনেমা ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির-জুহির এই ছবি মুক্তি পর কেটে গেছে প্রায় তিন দশক। সিনেমাটির প্রতিটি গান, সংলাপ আজও সমান

কেটে ফেলা হলো ‘কথা বলা’ সেই গাছ

নিজস্ব প্রতিবেদক: ‘কথা বলা গাছ’ এমন একটি ঘটনা সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। ঘটনাটি গোপালগঞ্জের মুকসুদপুরে। এই গাছটি দেখতে প্রতিদিন ভীড় জমায় শত শত মানুষ।

কালো বিড়ালের থাবা বন বিভাগে

সিরাজগঞ্জে সাজ্জাদের নির্মাণাধীন ছয় তলা বাড়ি নিজস্ব প্রতিবেদক: কালো বিড়ালের থাবা থেকে রাহুমুক্ত হতে পারেনি বন বিভাগ। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়মে উজাড় হচ্ছে বন। অন্যদিকে

তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একইসাথে চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জামায়াতের বিক্ষোভ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ। রোববার (১০ মার্চ’) সকালে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পবিত্রতা