ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও নিরিহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মদ আলী। এ সময় ফিলিস্তিনের মুক্তির জন্য সালাতুল হাজত পড়ে দোয়া করারর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও দোয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী ৭৭ বছর ধরে ফিলিস্তিন ও মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ ৭৭ বছরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে, যা ইতিহাসের জঘন্যতম অধ্যায়। এখন সময় এসেছে বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে তাদের অত্যাচার ও পৈশাচিকতার বিরুদ্ধে রুঁখে দাড়াবার।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করছি। সেই সঙ্গে শহিদদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এছাড়া মুসলমানরা যেন সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করেন সেই আহ্বানও জানান হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান।