ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও নিরিহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মদ আলী। এ সময় ফিলিস্তিনের মুক্তির জন্য সালাতুল হাজত পড়ে দোয়া করারর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও দোয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী ৭৭ বছর ধরে ফিলিস্তিন ও মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ ৭৭ বছরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে, যা ইতিহাসের জঘন্যতম অধ্যায়। এখন সময় এসেছে বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে তাদের অত্যাচার ও পৈশাচিকতার বিরুদ্ধে রুঁখে দাড়াবার।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করছি। সেই সঙ্গে শহিদদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এছাড়া মুসলমানরা যেন সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করেন সেই আহ্বানও জানান হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.