তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ১৩ আগস্ট ২০২৪ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সম্পন্ন ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, ট্রমা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় কাজ করছে, আমরা তাদের সহযোগিতা করছি। তারা সম্পন্ন ভাবে কাজ শুরু করলে আমরা সেনানিবাসে ফেরত যাবো।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বহিবিশ্বের চাপ আছে কিনা প্রশ্নে সেনাপ্রধান বলেন, বিশ্ব দেখছেন, এটা একটা বিশেষ পরিস্থিতি চলছে, সবাই বুঝে। দেশের ২০টি জেলায় ৩২টি অরাজকতাপূর্ণ ঘটনা ঘটেছে, তা অবশ্যই কাম্য ছিলো না। আমরা এই বিষয়টা দেখছি যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো।
সেনাপ্রধান আরও বলেন, কারো যদি জীবন বিপন্ন হলে, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে, তবে তাদের কারো নামে অভিযোগ বা মামলা হলে, তারা শাস্তির আওতায় যাবে। কিন্ত অবশ্যই আমরা চাই না বিচার বহির্ভুত অ্যাকশন কারো ওপর হোক।
এর আগে সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। পরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।