নেপালের ১ রানের আক্ষেপ, বাংলাদেশের সুপার এইট প্রায় নিশ্চিত

ঠিকানা টিভি ডট প্রেস: ভরপুর নাটকীয়তা শেষে তীরে এসে তরি ডুবল নেপালের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১ রানে হেরে ইতিহাস গড়া হলো না দলটির। এরই সঙ্গে আসর থেকেও বিদায় নিশ্চিত হলো এশিয়ার এই দেশের। রাউন্ড রবিন লিগের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার এইটে খেলতে যাচ্ছে প্রোটিয়ারা।

আর নেপালের এই হারে বাংলাদেশের সুপার এইটে খেলার পথ যেন আরও সহজ হল।

এদিন আগে বোলিং বেছে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৫ রানে আটকে রাখে নেপাল। রান তাড়ায় এক পর্যায়ে তাদের দরকার ছিলো ১৬ বলে ১৭, হাতে ৭ উইকেট। দ্রুত দুই উইকেট হারানোর পর ওই সমীকরণ আর মেলেনি।

শেষ ওভারে দরকার ছিল ৮ রান। গুলশান ঝা এক চার মারলেও হয়নি। শেষ বলে ২ রানের চাহিদায় বল মিস করেন তিনি। কিপারের হাতে রেখে রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন এই ব্যাটার।

তাবরাইজ শামসির শেষ ওভারে মূলত খেলার মোড় ঘুরে যায়। ১৮তম ওভারে ২ রান দিয়ে তিনি আউট করেন দুই থিতু ব্যাটারকে। এরপর ১২ বলে ১৬ রানের সমীকরণে আনরিক নরকিয়ার ওভারে বোল্ড হন কুশল মাল্লাও। চাহিদা দাঁড়ায় ৮ বলে ১৬ রানে। ওই অবস্থান ক্রিজে আসা সোমপাল কামি নরকিয়াকে ছক্কায় উড়িয়ে খেলা আনেন, শেষ বলে নেন দুই রান। তারপর ওই শেষ ওভারের নাটকীয়তা। যা গ্যালারিতে উপস্থিত বেশ কিছু নেপালের দর্শককে দিল তীব্র যন্ত্রণা।

সব কিছুর পর শেষ বলে খেলাটা অন্তত না হারা নেপালের হাতেই ছিলো। ওটানিল বার্টম্যানের বাউন্সার ব্যাটে লাগাতে পারেননি গুলশান। তবে কিপারের হাতে বল রেখেই তিনি দৌঁড় দেন। অপরপ্রান্তের ব্যাটার সোমপাল কামি ততক্ষণে ক্রিজে এসে গেছেন। গুলশান নন স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার পথে কুইন্টেন ডি ককের মারা থ্রো তার পিঠে লাগে। তিনি কিছুটা থেমে যান। ওই বল পেয়ে রান আউট করে দেন হেনরিক ক্লাসেন। ১ রানে হেরে স্তব্ধ হয়ে মাঠে বসে থেকেন নেপালের দুই ব্যাটার।

নেপালের এই হারে ইতোমধ্যেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। এছাড়া দক্ষিণ আফ্রিকা প্রথম রাউন্ডের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেছে।’

শুধু তাই নয়, নেপালের এই হারে গ্রুপ ‘ডি’ এর দুই দল ইতোমধ্যেই এলিমিনেট হয়েছে। এখন এই গ্রুপের বাকি দুটি দলের মধ্যে একটি দল যাবে সুপার এইটে। তবে এর মধ্যে নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কারণ নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে রয়েছে টাইগারদের চেয়ে।

আর কোনো কারণে যদি নেদারল্যান্ডসের সাথে শ্রীলঙ্কার ম্যাচ বাতিলও হয়, তবুও নেদারল্যান্ডস এর পয়েন্ট হবে ৩। আর বাংলাদেশ ইতোমধ্যেই ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কাকে যদি ডাচরা হারিয়েও দেয় এবং নেপালের কাছে বাংলাদেশ হেরেও যায় তবুও রান রেটের দিক থেকে এগিয়ে থাকবে বলেই প্রত্যাশা বাংলাদেশের। আর এতে করে বোঝাই যাচ্ছে বাংলাদেশের সুপার এইট প্রায় নিশ্চিত। তবে আগামী ম্যাচে ১৭ জুন নেপালকে হারিয়েই সুপার এইট নিশ্চিত করতে চায় টাইগাররা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাশিয়াকে ঋণের সুদ পরিশোধে জটিলতা

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সুদ পরিশোধে জটিলতার অবসান হচ্ছে না। রাশিয়ার ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সুইফট সিস্টেমের নিষেধাজ্ঞা থাকায় সরাসরি অর্থ পরিশোধ

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট

‘মন্ত্রী নেই তাদের আওয়াজও বন্ধ’

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিত্ব হারিয়েই আওয়াজ বন্ধ হয়ে গেছে তাদের। যদিও তারা সংসদ সদস্য হিসেবে আছেন। আওয়ামী লীগেও তাদের উপস্থিতি রয়েছে। কিন্তু তারপরও মন্ত্রিত্ব হারিয়ে যেন

ভুলে অন্যায় করলে গুনাহ হবে কি?

ভুলে যাওয়া মানসিক দুর্বলতার একটি কারণ। কমবেশি সব মানুষের ক্ষেত্রেই তা হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি ভুলে কোনো ইবাদত ছেড়ে দেয় কিংবা ভুলে কোনো

জেলহত্যা দিবস পালনে নেতাকর্মীদের অনুরোধ আ. লীগের

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১ নভেম্বর)। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি।

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওমর আব্দুল্লাহ আদিব নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার