জাবি ছাত্রীর অভিযোগে ঢাবিতে নিয়োগ আটকাল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রভাষক হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) প্রভাষক পদে নিয়োগ আটকে গেছে। জাহাঙ্গীরনগরে তাঁর বিভাগেরই সাবেক এক ছাত্রী সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর বোর্ড অব গভর্ন্যান্স (বিজি) ওই শিক্ষকের নিয়োগ আটকে দেয়।

বোর্ড অব গভর্ন্যান্স আইবিএর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সোমবার বিকেল তিনটায় উপাচার্যের সভাপতিত্বে এই ফোরামের সভায় অভিযুক্ত শিক্ষকের নিয়োগ আটকে দেওয়া হয়। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা’) সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সভায় ওই শিক্ষকসহ চারজনকে আইবিএর শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করেছেন। তিনি বলেন, অভিযোগের পক্ষে সব তথ্যপ্রমাণ তাঁর কাছে আছে। মূলত ওই শিক্ষকের যৌন হয়রানির কারণে তিনি বিভাগ থেকে স্নাতকোত্তর করতে পারেননি। স্নাতকের শেষ সেমিস্টার থেকেই ওই শিক্ষক তাঁকে হয়রানি শুরু করেন। এর ফলে তাঁর শেষ সেমিস্টারের ফলও ভালো হয়নি।

এর আগে গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ করেন ওই ছাত্রী। এর পরদিন ওই শিক্ষক ছাত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি’) করেন৷ পরে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন।

বিকেলে আইবিএর বোর্ড অব গভর্ন্যান্সের সভায় প্রভাষক পদে ওই শিক্ষকের নিয়োগ আটকে দেওয়ার পাশাপাশি বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বাধীন নিয়োগ বোর্ড যখন ওই প্রার্থীকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, তখনো ছাত্রীর ওই অভিযোগটি আসেনি৷ পরে অভিযোগ আসায় আইবিএর বোর্ড অব গভর্ন্যান্স বিষয়টির অনুমোদন না দিয়ে রিভিউর জন্য পাঠিয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি আমরা ভালোভাবে পর্যালোচনা করে দেখব। এরপর আবার বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে যাবে।’

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় আট বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। গত ৬ বছরে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হওয়ার আবেদন করে একাডেমিক ফলাফলের কারণে ব্যর্থ হন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলে ইরানের হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক’

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের উত্তেজনার পর ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) এ

গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলেকে হাতেনাতে ধরল জনতা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ফারহান ভুঁইয়া রনি নামে এক

মোবাইল সিমের ভ্যাট ১০০ টাকা বাড়বে

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ফোনের সিমকার্ডের ওপর বর্তমানে ২০০ টাকা ভ্যাট আছে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই হার ১০০ টাকা বা ৫০ শতাংশ বাড়িয়ে

লখনৌকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা রাজস্থানের’

ঠিকানা টিভি ডট প্রেস: দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আইপিএলের ১৭তম আসরে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে শুভ সূচনা করল অধিনায়ক সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রোববার

সিরাজগঞ্জে খাতনা অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ১৫ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লায় সুন্নতে খাতনা অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে

বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে’) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার