জাবি ছাত্রীর অভিযোগে ঢাবিতে নিয়োগ আটকাল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রভাষক হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) প্রভাষক পদে নিয়োগ আটকে গেছে। জাহাঙ্গীরনগরে তাঁর বিভাগেরই সাবেক এক ছাত্রী সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর বোর্ড অব গভর্ন্যান্স (বিজি) ওই শিক্ষকের নিয়োগ আটকে দেয়।

বোর্ড অব গভর্ন্যান্স আইবিএর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সোমবার বিকেল তিনটায় উপাচার্যের সভাপতিত্বে এই ফোরামের সভায় অভিযুক্ত শিক্ষকের নিয়োগ আটকে দেওয়া হয়। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা’) সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সভায় ওই শিক্ষকসহ চারজনকে আইবিএর শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করেছেন। তিনি বলেন, অভিযোগের পক্ষে সব তথ্যপ্রমাণ তাঁর কাছে আছে। মূলত ওই শিক্ষকের যৌন হয়রানির কারণে তিনি বিভাগ থেকে স্নাতকোত্তর করতে পারেননি। স্নাতকের শেষ সেমিস্টার থেকেই ওই শিক্ষক তাঁকে হয়রানি শুরু করেন। এর ফলে তাঁর শেষ সেমিস্টারের ফলও ভালো হয়নি।

এর আগে গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ করেন ওই ছাত্রী। এর পরদিন ওই শিক্ষক ছাত্রীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি’) করেন৷ পরে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন।

বিকেলে আইবিএর বোর্ড অব গভর্ন্যান্সের সভায় প্রভাষক পদে ওই শিক্ষকের নিয়োগ আটকে দেওয়ার পাশাপাশি বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে৷ তিনি প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বাধীন নিয়োগ বোর্ড যখন ওই প্রার্থীকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, তখনো ছাত্রীর ওই অভিযোগটি আসেনি৷ পরে অভিযোগ আসায় আইবিএর বোর্ড অব গভর্ন্যান্স বিষয়টির অনুমোদন না দিয়ে রিভিউর জন্য পাঠিয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি আমরা ভালোভাবে পর্যালোচনা করে দেখব। এরপর আবার বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে যাবে।’

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় আট বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। গত ৬ বছরে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হওয়ার আবেদন করে একাডেমিক ফলাফলের কারণে ব্যর্থ হন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে উল্লাস, টি-শার্টে অশ্লীল লেখালেখি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যাচ ডে উদযাপন করেছে ২০২১-২২ শিক্ষাবর্ষের (সংবর্ত-৩৬ ব্যাচ) শিক্ষার্থীরা। এক বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বিভিন্ন আয়োজনে তারা দিনটি

কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ৯ সৈন্য নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলে সেনা সদস্যদের বহনকারী এই হেলিকপ্টারটি

আফগানিস্তানে ভূমিধসে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে হড়কা বান-ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে’) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ওই প্রদেশের পুলিশ।

ঈদে বরাবরের মতোই বাড়তি ভাড়া বাসে’

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রার আজ চর্তুথ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। তবে রেলপথে ঈদযাত্রা

কলেজের কোটি টাকা সাবেক অধ্যক্ষের পকেটে

ঠিকানা টিভি ডট প্রেস: দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত দুই বছর

জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এস এম মো. নাসির উদ্দীন। রবিবার (২৪ নভেম্বর)