
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে (মাদ্রাসা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মনোনীত হলেন রুবেল আক্তার। তিনি এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক।
বুধবার চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রুবেল আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কবির।
এসময় চৌহালীর একাডেমিক সুপারভাইজার মো. খালিদ মাহমুদ, মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. রমজান আলী, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
এদিকে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রভাষক রুবেল আক্তার বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার। শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত।