আপনার জানার ও বিনোদনের ঠিকানা

গাজায় স্থল অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।

 

এছাড়া গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়ারও দাবি করেছে হামাস। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’।

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

গাজায় খান ইউনিস থেকে আল জাজিরার তারেক আবু আজউম জানিয়েছেন, এসব অভিযান হামাসকে ইসরায়েলের দীর্ঘ সময়ের স্থল আক্রমণের জন্য প্রস্তুত হতে বাধ্য করছে। তিনি বলছেন, ‘গাজা উপত্যকায় ঢোকার এই ধরনের ইসরায়েলি প্রচেষ্টা (ফিলিস্তিনি যোদ্ধারা) মোকাবিলা করছেন। এসব যোদ্ধারা অবরুদ্ধ ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনও সম্ভাব্য আসন্ন স্থল আক্রমণ মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুত হওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেছেন, গাজা ভূখণ্ডের বাস্তবিক পরিস্থিতি ‘সত্যিই নাটকীয়’ এবং অবরুদ্ধ এই উপত্যকার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ‘অননুমেয়’।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।

এদিকে গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসাম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’

টিএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিতে হবে বলল শাহরিয়ার ।

 শাহরিয়ার কবির। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক। ঘা’তক দালাল নির্মূল কমিটির সভাপতি। সংখ্যা’ল’ঘু নি’র্যা’তন বন্ধ এবং যু’দ্ধা’প’রা’ধ বিচা’রের দা’বিতে সোচ্চার ছিলেন দীর্ঘকাল। চী’নের সঙ্গে বাংলাদেশ

ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪১৮

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন

সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আগামী শুক্রবার (৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২ জুলাই)

ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে দেশটিতে

রায়গঞ্জে কৃষিবিদ সাকাওয়াত হোসেন সুইটের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জে এগ্রোবেইজড সোসিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিসেস এর আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ হয়েছে। বরিবার সকাল

সিরাজগঞ্জে বঙ্গামাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সকল সরকারি-বেসরকারি