খুলনার যুবককে যশোরে এনে পিটিয়ে হত্যা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরে ব্যবসার টাকা চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতা মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরী। আজ সোমবার (২৫ মার্চ) ভোর রাতে যশোর শহরের লোন অফিস পাড়ায় একটি চালের আড়তের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আড়ত মালিক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ যশোর নগর বিএনপির সভাপতি ও সঞ্জয় চৌধুরী শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক।

নিহত বাইজিদ হাসান খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী তাকিয়া তুছ সাদিয়া জানান, নিহত যুবক বাইজিদ হাসান যশোর শহরের চৌধুরী গোল্ড জুয়েলার্সের অধিনস্থ চৌধুরী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সঞ্জয় চৌধুরী নিহত বায়েজিদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ তোলেন। এতে তিনি ছুটি নিয়ে খুলনায় চলে যান। এই টাকা আদায়কে কেন্দ্র করে গতকাল বিকেলে যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরীসহ ৫/৬ জন লোক বায়েজিদকে খুলনা থেকে যশোরে ডেকে এনে মারপিট করে এবং মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরেই তাকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ১১টার দিকে তার বাড়িতে ফোন দিয়ে ৫ লাখ টাকা আনতে বলা হয় অন্যথায় তার লাশ পাওয়া যাবে বলে হুমকি দেয়া হয়।

এরপর রাত ৩টার দিকে খবর পাওয়া যায় মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে।

এখবর প্রচারের পরই লাপাত্তা হয়ে যান যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরী।

খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বায়োজিদ নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের যাওয়ার সময় ইসকনের ৫৪ ভক্তকে আটকে দিল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট দিয়ে ইসকনের ৫৪ ভক্তকে ভারত যাওয়ার অনুমতি দেয়নি বন্দর কর্তৃপক্ষ। শনিবার (৩০ নভেম্বর)। দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যেতে

শেখ হাসিনার বিচার ঢাকায় নয়, যেখানে হবে জানা গেলো

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ঢাকায় বিচারের মুখোমুখি হবেন না। বরং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে

ভারতে ধর্ষণের অভিযোগে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকার একটি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রাত ৮.০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ের শিক্ষক থেকে কর্মচারী সবাই একই পরিবারের

যে বিদ্যালয়ে হিন্দু সব শিক্ষক কর্মচারী নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের কবিরাজের বাজারে অবস্থিত কিশামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আয়া পর্যন্ত