কোরেশি-ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও ভাইস-প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি বৈঠক করেছেন।

তবে বুধবার (৭ জুন) হওয়া এ বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে

ইমরানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা ছিল কোরেশির। কিন্তু সেটি না করে তিনি সরাসরি লাহোরে চলে যান।

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেপ্তার পরবর্তী সহিংসতায় কোরেশি একাধিকবার গ্রেপ্তার হন। এরপর মঙ্গলবার ছাড়া পান তিনি।

একটি সূত্র (কোরেশির কাছের বন্ধু) জানিয়েছে, বৈঠকে কোরেশি ইমরান খানকে প্রস্তাব দেন, এই সংকটময় মুহূর্তে যেন তিনি পিছিয়ে যান অথবা বিদেশে চলে যান। আর এগুলো না করলে আপাতত অন্তত চুপ থাকার অনুরোধ জানান তিনি।

এছাড়া বর্তমান সমস্যা সমাধানে তাকে এবং অন্যদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান ইমরান খান সরকারের এ পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কোরেশি আরও বলেন, এখন তাদের খারাপ সময় যাচ্ছে। আর এই সময়ে আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে। ওই সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

সূত্রটি আরও জানিয়েছে, কোরেশি ইমরানের কাছে পরিষ্কার করেছেন যারা তাকে বিপথে নিয়ে যাচ্ছে— তারা এ কঠিন মুহূর্ত থেকে বের হতে তাকে কোনো সহায়তা করতে পারবে না। এই সময়ই ক্ষেপে যান ইমরান। তখন কোরেশি বৈঠক শেষ করে বের হয়ে যান।

এদিকে কোরেশির সঙ্গে বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান খান। কয়েকদিন ধরে তিনি যেসব কথা বলছিলেন সেই বার্তায় সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল উৎপাদনে মেরাজ ওয়েল মিলকে অর্থদন্ড

জুয়েল রানা: গুণগতমান যাচাই না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও বিএসটিআই এর সনদ না থাকায় মেসার্স মেরাজ ওয়েল মিলকে ৩০ হাজার

‘তবুও এমপি হওয়ার স্বপ্ন তাদের’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাওয়ার পর তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরও এমপি হওয়ার স্বপ্ন তাদের ধূসর হয়ে যায়নি। বরং

সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ

‘কমেছে মুঠোফোনের ব্যবহার, অর্ধেক জনগোষ্ঠী ইন্টারনেটের বাইরে’

ঠিকানা টিভি ডট প্রেস: তিন বছর আগেও দেশের মানুষের হাতে যত মুঠোফোন ছিল, তার সংখ্যা এখন কমেছে ১ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে সংযোগের আওতায়

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে (২৫)। গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক ও হবু বর শুভম দাদগেরের সঙ্গে ছুটি কাটাতে গোয়ায়

সবজির বস্তা থেকে ১,৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জনকে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজার সাজেদা ফাউন্ডেশন এর সামনে থেকে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহন কালে ১,৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ