আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কোন আশ্বাসে চাঙ্গা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। দীর্ঘদিন ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ২০১৮ পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার এবং তারেক জিয়ার বিদেশে অবস্থানের কারণে বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে মনে করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যদিও দলের ভেতর তার গ্রহণযোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন হচ্ছে। অনেকেই তাকে পছন্দ করেন না। কিন্তু তারপরেও বিএনপির এই দুর্দিনে তিনিই একমাত্র ভরসা। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ এর নির্বাচনের পর পর জেল থেকে মুক্তি পেয়ে নিষ্প্রভ হয়ে পড়েছিলেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ঢাকা সমাবেশ থেকে যে সন্ত্রাস এবং সহিংসতা পরিচালনা করেন সেই সন্ত্রাস সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কয়েক মাস কারান্তরীণ থাকার পর এ বছর নির্বাচনের পরে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মুক্তি পাওয়ার পর এক ধরনের নীরবতা এবং নিস্তব্ধতা নেমে আসে ফখরুলের রাজনৈতিক জীবনে। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের মহাসচিব হিসেবে থাকতে তার অনাগ্রহের কথা জানান। পাশাপাশি এই সময় তিনি তারেক জিয়ার সঙ্গেও তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। সবকিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আর থাকতে চান না এমন একটি বার্তা সব জায়গায় অনুরণিত হয়েছিল। আবার এই সময় রাজনীতির প্রতি তার একধরনের অনীহা দেখা যায়। তিনি জেল থেকে বেরিয়ে সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফিরে আবার সৌদি আরবে যান ওমরা পালন করতে হবে। সবকিছু মিলিয়ে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের সমাপ্তি দেখছিলেন অনেকেই।

কিন্তু সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কিছুদিন ধরে আবার চাঙ্গা হয়ে উঠেছেন। বিশেষ করে এখন তাকে প্রতিদিন সরব দেখা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন এবং সরকারের বিরুদ্ধে বেশ জোরেশোরেই নতুন করে কথাবার্তা বলা শুরু করেছেন।’

প্রশ্ন উঠেছে, হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন, তিনি কীভাবে আবার চাঙ্গা হলেন? এর উত্তরে অনেকে বলছেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আশ্বস্ত করা হয়েছে যে, তিনি মূলত দল চালাবেন। তারেক জিয়ার একক সিদ্ধান্তে দল চলবে না। বরং অনেক ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বতন্ত্র এবং স্বাধীন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর দলে তার ক্ষমতাও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন বিএনপির নেতা নিশ্চিত করেছেন। আর এই সমস্ত বাস্তবতার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার নতুন করে চাঙ্গা হয়েছেন বলে কেউ কেউ মনে করে। তবে বিএনপির নেতারা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নন। তারা মনে করেন যে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উজ্জীবিত করেছে।

২৮ অক্টোবরের পর থেকে ৭ জানুয়ারির নির্বাচন পর্যন্ত ঘটনাপ্রবাহ বিএনপির জন্য ছিল হতাশাজনক। আর এ কারণেই মির্জা ফখরুলও আর ১০ জন নেতার মতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কারণ তিনি রক্ত মাংসের মানুষ। এখন যখন নতুন নতুন কিছু ইস্যু সামনে এসেছে যেমন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পদের খবর, আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ডোনাল্ড লু এর বাংলাদেশ সফর ইত্যাদি সব কিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন যে, বর্তমান সরকারের অবস্থা অতটা মজবুত নয়। আর এ কারণেই তিনি আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন বলে কেউ কেউ মনে করেন।

তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উজ্জীবিত হওয়ার প্রধান কারণ হল দলের নেতৃত্ব শুন্যতা। বিএনপির অন্যান্য নেতারা এখন গুটিয়ে গেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপায়হীন হয়েই দলের হাল ধরে আছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৬ মাসে ঘরছাড়া ১৬৩ জন, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে গত ছয় মাসে ঘর ছেড়েছেন ১৬৩ জন। এসব ঘটনায় গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত থানায় ১৬৩টি নিখোঁজ ডায়েরি হয়েছে। এর

১৭ এমপি নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক: আনার হত্যাকাণ্ডের পর নজরদারিতে রয়েছেন ১৭ এমপি। এই ১৭ এমপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবৈধ তৎপরতা, অন্যায় এবং নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে। তাদের

তৃতীয় দিনের মতো রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: তৃতীয়দিনের মতো ঢাকা-রাজশাহী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তাদের কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ যেসব জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারী

বিদ্যালয়ে ঢুকে ৫ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে। জান্নাতী আকতার নামে বহিরাগত এক নারী বিদ্যালয়ে

উজিরপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি