কোটা আন্দোলন নিয়ে আবার সংঘর্ষ সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে ডাকা বিক্ষোভ মিছিল থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

বুধবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ইবি রোড ও ইসলামিয়া কলেজ রোড এলাকায় চলা এসব ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

কোটা আন্দোলনের নামে নাশকতার প্রতিবাদে বুধবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

এর আগে বিকালে কোটা আন্দোলনে সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার প্রতিবাদে শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।’

মিছিল থেকে শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

পরে রাত ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। তবে এ ঘটনাকে অস্বীকার করেছেন আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, কোটার আন্দোলন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছাত্রশিবির এ আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে।

“তারা পুলিশ ফাঁড়িতে হামলা করেছে। আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের ওপরও তারা হামলা চালায়। সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,কোটা আন্দোলন যেহেতু ছাত্রদের সেখানে ছাত্রদল অংশগ্রহণ করতেই পারে। আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের অনেকেই আহত হয়েছেন।’

পুলিশ সুপার আরিফুর রহমান বলেন,’যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়।

বাঁশখালীতে ফিশিং বোটে অগ্নিকান্ডের ঘটনায় আহত দু’জনের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা খাটখালী জেটি এলাকায় ব্যাটারী বিস্ফোরিত হয়ে ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ

হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঠিকানা টিভি ডট প্রেস: প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদনের শুনানি ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার বিষয়ে আবেদনের শুনানি আগামী

৩০০ ফোন ও ১০০ ল্যাপটপ ছিনতাই: সাত বছরেও বিচার পাননি যবিপ্রবির ভুক্তভোগীরা

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হলে ডাকাতির ঘটনা। ২০১৭ সালের আজকের (৫ অক্টোবর)

মিয়ানমারে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো সামলে উঠতে পারেনি মিয়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে