কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় হোসনে আরা নামে ১২ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার রাত ৮টার দিকে ঘাটারচর বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে মৃত্যু রহস্যজনক মনে হলে আজ ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।’
নিহতের মামা সরোয়ার বলেন, হোসনে আরার ভাই ঘরের মধ্যে গিয়ে দেখে তার বোন গলায় ফাঁস দিয়ে ঝুলছে। হয়তো-বা হিন্দি সিরিয়াল দেখে দুষ্টামি করে খেলতে খেলতে হঠাৎ তার গলায় ফাঁস লাগে।’
এবিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তার মুত্যু হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।