কেএনএফ-এর জঙ্গি কানেকশন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে অসন্তোষ সৃষ্টির কারণে আলোচিত কেএনএফ। ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি আলোচনায় এসেছে। কেএনএফ কীভাবে তার ডালপালা বিস্তার করেছে এ নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দারা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। চলছে বিভিন্ন রকমের তদন্ত। আর এই সমস্ত তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

কুকি-চিনের অর্থ উপার্জনের একটি বড় হাতিয়ার হল জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া। বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে কুকি-চিনের। এজন্য তারা জঙ্গিদের কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করছে। শুধু তাই নয়, এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে তাদের সঙ্গে একটি নেটওয়ার্ক তৈরি করে রেখেছে কেএনএফ। কেএনএফ-এর সঙ্গে একাধিক সশস্ত্র জঙ্গি সংগঠনের সম্পর্কের কথাও আজ উচ্চারিত হচ্ছে।’

একাধিক সূত্র বলছে, বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী ধর্মান্ধ সংগঠনগুলো রয়েছে যেমন-হিযবুত তাহরীর, মুজাহিদুল ইসলাম, আনসারুল ইসলাম সহ বিভিন্ন উগ্র মৌলবাদী সন্ত্রাসী সংগঠনগুলো দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিনের কাছে যায় এবং তাদেরকে এই সমস্ত সংগঠনের কর্মীদেরকে কেএনএফ-এর প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেয় এবং এই প্রশিক্ষণের জন্য তারা মোটা অঙ্কের টাকা নেয়। টাকার বিনিময়ে বেশ কিছু জঙ্গিদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। আবার এই সমস্ত জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করেছে। তাই শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামেই যে কেএনএফ-এর কার্যক্রম সীমাবদ্ধ এমনটা ভাবার কোন কারণ নেই।

কেএনএফ-এর সারা বাংলাদেশে একটি জঙ্গি নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে বলেও অনেকে মনে করছে। এই কারণে সরকার কারা কারা কেএনএফ-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং কারা কারা কেএনএফ-এর সাথে সম্পর্কিত সে ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করছে।’

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভীর অরণ্যে কেএনএফ-এর আস্তানা থেকে জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে জড়িতদেরকে আটক করেছিল। তবে এটি একটি ঘটনা। এর বাইরেও বেশ কিছু জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়ার ঘটনা রয়েছে বলেও জানা গেছে।

বিভিন্ন সূত্র বলছে যে, এটি হলো কেএনএফ-এর একটি অর্থ উপার্জনের মাধ্যম। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এবং যে অর্থ দিয়ে তারা অস্ত্র সংগ্রহ করে এবং বিভিন্ন রকম অপতৎপরতা চালায়। কেএনএফ-এর কেন্দ্রের কাছে প্রশিক্ষণ নেওয়া এই সমস্ত উগ্র মৌলবাদী ধর্মান্ধ সশস্ত্র সংগঠনগুলো কেএনএফ-এর নীতি এবং আদর্শ বিশ্বাস করে না। বরং তারা তাদেরকে গুরু মনে করে, প্রশিক্ষক মনে করে। আর এ কারণেই এই সমস্ত সংগঠনগুলো কেএনএফ-এর কথায় চলবে বা কেএনএফ তাদেরকে যে নির্দেশ দিবে সে অনুযায়ী তারা কাজ করবে এমনটি ভাবার কোন কারণ নেই।

বিভিন্ন অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, কেএনএফ-এর কার্যক্রম মূলত পার্বত্য চট্টগ্রামে বিস্তৃত এবং এই কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো চাঁদাবাজি, মানুষজনকে ভয় দেখানো এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি পার্বত্য অঞ্চলে তৈরি করা। বিচ্ছিন্নবাদীর আন্দোলনের একটি চিন্তা থাকলেও কেএনএফ এখন পর্যন্ত সে রকম ভাবে প্রশিক্ষিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বিএনপির স্থায়ী কমিটির শূন্য পাঁচ পদে কারা আসছেন’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য। এই পাঁচটি শূন্য পদ পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কাদেরকে এই শূন্য পদে আনা যায়-এ জন্য লন্ডনে

দূর্গোৎসব উপলক্ষে শীলকূপ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ

শিব্বির আহমদ রানা (চট্টগ্রাম) বাঁশখালী প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে শীলকূপ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শীলকূপ

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল

৩ বিভাগে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: তীব্র গরমের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন। শনিবার (১৫ মার্চ), সকাল ১১