শাহ আলম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ তাড়াশের ৮ নং দেশী গ্রাম ইউপির ২ নং ওয়ার্ডের প্রান্তিক কৃষকের মাঝে সেবা পৌঁছে দিয়ে হাসি ফুটাচ্ছেন তাড়াশ উপজেলার কৃষি অফিস। চলতি রোপা আউশ মৌসুমী ধান কর্তন শুরু হয়ে গেছে। তাড়াশ উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন স্যার জানান ,,এ বছরে তাড়াশ উপজেলায় ৩৬৫৭ হেক্টর জমিতে রোপা আউশ ধানের চাষ হয়েছে।
অত্র এলাকার কৃষকগণ এ সময় স্থানীয় নাম জিরা ধান আবাদ করতেন। কিন্তু আমরা তাড়াশ কৃষি অফিসের পক্ষ থেকে মুষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকদের মাঝে বিনা ধান ১৯,,,২২, ব্রি ধান ৯৮, ব্রি,ধান হাইব্রিড ৭ এবং আঞ্চলিক জাতের কিছু জিরা ধানের চাষ হয়েছে। স্থানীয় দেশী গ্রাম ইউপির কৃষি উপসহকারী অফিসার শাহাদত হোসেন, তাড়াশের দেশী গ্রামের প্রান্তিক কৃষক তোছির উদ্দিনের জমিতে পরীক্ষামূলক চাষ করান এই ধানগুলো এবং তিনি ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিবিড় পর্যবেক্ষণ করে সরে জমিনে তদারকি করেন । ধান কাটার পর সেখানে বিঘা প্রতি গড়ে ফলন পেয়েছেন ১৪ মন। ফলন বিষয়ে স্থানীয় কৃষক মোঃ তোছির উদ্দিন, বেল্লাল, সালাম ,তারা বলেন ,আমরা যখন ৯৮ ধান রোপন করি তখন অতিরিক্ত অনাবৃষ্টি (খরার) কারণে ভেবেছিলাম জমিতে ধান ই হবে না । এরপর আল্লাহর রহমতে বৃষ্টি হয় এবং দেশীগ্রাম ইউপির কৃষি উপ-সহকারী সাহাদত হোসেনের নিবিড় পর্যবেক্ষণে এবং পরামর্শে আজ ধান কর্তন করে ১৪ মন বিঘায় ফলন পেয়েছি। এক প্রতিক্রিয়ায় প্রান্তিক কৃষকগণ বলেন এই ফলন পেয়ে আমরা খুশি । আর যদি স্থানীয় নাম,, জিরা ধান লাগাতাম তাহলে এমন ফলন হতো না। আগামী বছর আমরা সবাই উফশি জাতের ধান গুলোর চাষাবাদ করব তার মধ্যে ব্রি ধান ৯৮ জাতের ধান চাষ করব ,এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার সাধারণ কৃষক জনতা।