কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ দেশীয় তৈরি ১১০ লিটার মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামের মৃত ইব্রাহিম সরকারের পুত্র ময়নুদ্দিন ওরফে ময়না(৭০) এবং একই গ্রামের গোবিন্দ রবিদাসের পুত্র সুবাস রবিদাস ৫৫)। বুধবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে সিরাজগঞ্জ কোর্টে পাঠিয়েছে থানা পুলিশ।
থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গ্রেপ্তার দুই আসামীর বাড়িতে হানা দেয়। এসময় ময়নার বাড়ির বালতির মধ্যে রাখা ৩০ লিটার এবং জারিকেনে সিপিযুক্ত অবস্থায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। পরে সুবাস রবিদাসের ঘর থেকে লাল রঙের বালতিতে থাকা তিনটি বোতলে মোট ৬০ লিটার মদ উদ্ধার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।