উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান উৎসব “বৈসাবি,এই উৎসবে খাগড়াছড়ি জেলা মহালছড়িতে শুরু হলো মারমাদের সাংগ্রাই। তিনটি নামের আদ্যক্ষর নিয়ে বৈসাবি। সপ্তাহধরে উদযাপিত উৎসবে মেটেছে ছোট- বড় সবাই।
আজ রোজ শনিবার ১৩ই এপ্রিল ২০২৪ ইং মারমাদের
মহা সাংগ্রাই উৎসবের প্রথম দিন। পুরনো বছরকে
বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো ও বিশ্ব
শান্তি মঙ্গল কামনায় উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও মোমবাতি জালিয়ে শুভ উদ্ভোধন করা হয়। পরে
মহালছড়ি উপজেলা পরিষদ থেকে চব্বিশ মাইল
মহা সাংগ্রই মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালীটি সমাপ্ত ঘোষনা করা হয়।
সাংগ্রাই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে গ্রামে গ্রামে। পুরনো বছরকে দুই দিন আগে থেকে বিদায় জানিয়ে নতুন বছর কে বরণ করে নেওয়া জন্য এই উৎসব উৎযাপিত করা হয়। পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়িদের এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। ত্রিপুরাদের বৈসু,মারমাদের সাংগ্রাই,চাকমাদের বিজু, তেমনি ভিন্নতা, উৎসব। এই উৎসব পাহাড়িদের সাংস্কৃতি ও ঐতিহ্যের ধারক- বাহক।
এসময় প্রধান অতিথি মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি মহালছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মহালছড়ি সদর ইউনিয়নে ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, কার্যনির্বাহী সদস্য সুইনুপ্রু চৌধুরী, মারমা উন্নয়ন সংসদ সদস্য, বিভিন্ন সংবাদ কর্মী ও গন্যামাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।