আপনার জানার ও বিনোদনের ঠিকানা

এবার ড. ইউনূস-বিএনপি ঐক্য’?

নিজস্ব প্রতিবেদক: নিজের মামলা অর্থপাচার এবং দুর্নীতি থেকে বাঁচার জন্য ড. ইউনূস এখন মরিয়া চেষ্টা করছেন। যে দিকে পাচ্ছেন সেদিকে হাতড়াচ্ছেন। যাকে পাচ্ছেন তাকেই আঁকড়ে ধরার চেষ্টা করছেন এবং অনর্গল একের পর এক মিথ্যে কথা বলে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছেন। ড. ইউনূস তার কর্মজীবন নিয়ে এখন লাগাতার নিয়মিত অসত্য কথা বলছেন এবং একটি অসত্য বলতে যেয়ে আরেকটি অসত্যকে সামনে নিয়ে আসছেন। এরকম একটি অবস্থায় ড. ইউনূসের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র তার জন্য সহানুভূতিশীল দু একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় কোন রাজনৈতিক দলও ড. ইউনূসের ব্যাপারে এখন পর্যন্ত সোচ্চার না। যদিও ড. ইউনূস সমস্ত রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এ রকম পরিস্থিতিতে নিজে জেল থেকে বাঁচার জন্য ড. ইউনূস বিএনপির সাথে হাত মেলাচ্ছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ড মঈন খানের সাথে ড. ইউনূসের যোগাযোগ হয়েছে। এছাড়াও দুজন বিশিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমেও বিএনপির এই নেতার সঙ্গে ড. ইউনূস যোগাযোগ করছেন বলে জানা গেছে। ড. ইউনূসের মূল আবেদন হল বিএনপি যেন ড. ইউনূসের ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করে এবং সে ব্যাপারে কিছু কিছু কর্মসূচি পালন করে। যদিও ড. ইউনূসের বিরুদ্ধে মামলা নিয়ে বিএনপির পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে দু একজন বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি এ নিয়ে কোন আনুষ্ঠানিক অবস্থান নেই। আনুষ্ঠানিক অবস্থান না থাকার একটা বড় কারণ হল এক-এগারো।

বিএনপি এখন পর্যন্ত ড. ইউনূসের ব্যাপারে এক ধরনের দূরত্ব তৈরি করে রেখেছে। ড. মুহম্মদ ইউনূসের ব্যাপারে বিএনপির বহু নেতা সহানুভূতিশীল বক্তব্য রাখছেন বটে, ড. ইউনূসের প্রতি অবিচারের ব্যাপারে কথা বলছেন বটে কিন্তু বিএনপি এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন অবস্থান গ্রহণ করেনি। এখন ড. ইউনূস চাইছেন যে, তার ইস্যুতে বিএনপি সোচ্চার হোক এবং তিনি বিএনপির জন্য কাজ করতে প্রস্তুত এমন বার্তাও ড. ইউনূস দিয়েছেন। ‘

ড. ইউনূসের সঙ্গে বিএনপির সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল বিভিন্ন সময়ে। এক-এগারোর আগে ড. ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার নেন তখন সরকারের পক্ষ থেকে তাকে ব্যাপকভাবে অভিনন্দন জানানো হয়। ধন্যবাদ জানানো হয়। বিএনপির অনেক নেতা লাইন ধরে ড. ইউনূসের সঙ্গে দেখা করেন। কিন্তু এর পরপরই ড. ইউনূস যখন রাজনৈতিক দল গঠন করেন তখন বিএনপির কেউ কেউ এটিকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। তবে ইয়াজউদ্দিন ক্ষমতা গ্রহণের পর ড. ইউনূস যেভাবে ইয়াজউদ্দিন পাশে দাঁড়িয়ে ছিলেন তাতে বিএনপির তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল। কিন্তু এক-এগারোর সময় ড. ইউনূসের ভূমিকা বিএনপির মধ্যে নতুন মেরুকরণ সৃষ্টি করে এবং ইউনূস সম্পর্কে নতুন রকম ভাবনা তৈরি করে। ড.ইউনূস যে নিজেই একটি রাজনৈতিক অভিপ্রায় বাস্তবায়ন করতে চান এবং এক-এগারোর মাধ্যমে তিনি যে ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিলেন এটা বিএনপির অনেকেই পছন্দ করেননি। বিশেষ করে লন্ডনে পলাতক তারেক জিয়া মনে করেন যে, তার ওপর নির্যাতন নিপীড়নের জন্য ড. ইউনূসের কিছু দায় আছে। আর এ কারণে ড.ইউনূসের সঙ্গে বিএনপি এখনই মাখামাখি করতে রাজি নয়। তাছাড়া বারবার ধোঁকা খাওয়া বিএনপি সুশীল সমাজের সাথে এখন বেশি ঘনিষ্ঠ হতে ভয় পায়।

এর আগে ড. কামাল হোসেন বা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বিএনপি ধোঁকা খেয়েছিল। তবে এখন ইউনূস বিএনপিকে কাছে পেতে মরিয়া হয়ে গেছেন। ড. ইউনূসের ঘনিষ্ঠরা মনে করেন যে, একটি রাজনৈতিক দল যদি ড. ইউনূসের ইস্যুতে প্রতিবাদ করে পাশে দাঁড়ায় তাহলে এটির আন্তর্জাতিক মার্কেটিং করা অনেকে সহজ হবে। আর সেজন্য ড. ইউনূস এখন বিএনপির সাথে গাঁটছড়া বাধতে মরিয়া হয়ে গেছেন। দেখা যাক বিএনপি ড. ইউনূসের ডাকে সাড়া দেয় কিনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ শাহজাদপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

ভূঞাপুরে ইউএনও’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

জহুরুল ইসলাম: ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সোমবার (৯ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে ভূঞাপুরের সর্বসাধারণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের  বদলীর আদেশ পত্র

আগাম জামিন চাইতে পারে মতি

নিজস্ব প্রতিবেদক: এনবিআরের সদ্য সাবেক সদস্য ড. মতিউর রহমান আগাম জামিন চাইতে পারেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ইতোমধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন

‘ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস: নিহত ৫৪, নিখোঁজ অন্তত’ ৬৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এই ঘটনায় এ পর্যন্ত সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২, বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে আরও ২ জন।

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই