এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলনে লাশ উত্তোলনে নিহতের স্বজনদের অনিহা 

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ৩ নিহতদের লাশ কবরস্থান থেকে উত্তোলনে অনিহা প্রকাশ করেছে। এজন্য না সংবাদ সন্মেলনও করেছে নিহতদের স্বজনরা।

রোববার (৩ নভেম্বর) সকালে খুকনী ইউনিয়নে নিহত ইয়াহিয়ার নিজ বাড়িতে এই সংবাদ সন্মেলনে দাবী করে করেন ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন। এছাড়া নিজ নিজ বাড়িতে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেনের বাবা আব্দুল কদ্দুস ও কলেজ ছাত্র শিহাব হোসেনের মা শাহনাজ বেগমও সংবাদ সম্মেলন করে।

এ সময় নিহত ইয়াহিয়া’র স্ত্রী শাহানা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার স্বামী ইয়াহিয়া পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনায় আমি মামলা করতে ইচ্ছুক ছিলাম না কিছু লোক এসে আমাদের পুরো পরিবার ও সংসারের দায়িত্ব নেন তারপর তারা আমার কাছে থেকে একটা সই নেয়। এরপর মুখে মুখে জানতে পারি তারা এই সই দিয়ে থানায় এজাহার দিয়েছে। মামলার বিষয় আমি কিছুই জানি না। আমার স্বামীর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করতে দেবোনা। নতুন করে আর শোক নিতে পারবো না। স্বামী হারিয়ে এমনিতে আমরা দিশেহারা হয়ে গিয়েছি। এখন মরা মানুষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। আমার চাওয়া একটাই আমার স্বামীর যেনো শহীদের মর্যাদা পায়।

মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেনের বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে থানার সামনে পুলিশের গুলিতে মারা যান আমরা খবর পেয়ে গিয়ে দেখি ছেলের লাশ এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওখান থেকে আমার ছেলের লাশ নিয়ে এসে দাফন করি। কে বা কারা এ বিষয় মামলা করেছে, মামলার বাদী কে? তাকেও আমরা চিনি না আমাদের কাছে থেকে মামলা বিষয়ে অনুমতি নেয় নাই কেউ। আমার ছেলের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করবে বলে পুলিশ এসে বলে গেছে। আমার ছেলের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করতে দিবোনা। আমরা তো মামলা করি নাই, লাশ কেন তুলবে। পুলিশের গুলিতে আমার ছেলে মরেছে, পুলিশও মরেছে, এতে সমান সমার হয়েছে। এ মামলা প্রত্যাহার চাই।

অন্য দিকে কলেজ শিক্ষার্থী শিহাব হোসেনের মা বলেন, আমার সন্তান শিহাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেজন্য আমরা পুরো পরিবার চরম ভাবে কষ্ট পাচ্ছি। এর জন্য মামলা দিয়ে কোন নিরপরাধ মানুষকে হয়রানি আমরা করতে চাই না। কে মামলা দিয়েছে তাকে আমরা চিনি না। আমরা কাউকে মামলা দেওয়ার অনুমতি দেইনি আমিতো মামলা করি নাই। তাই মামলা চালানোর কোন প্রশ্নই আসে না। আমি চাই এই মামলা প্রত্যাহার করা হোক। পুলিশ যেন এই মামলা প্রত্যাহার করে নেয়। অহেতুক নিরাপরাধ লোকদের আসামী করে শহীদ সন্তানের আত্মাকে কষ্ট দিতে চাই না, আর আমিও পাপের ভাগিদার হতে চাই না। মৃত দেহ যেন কাটা-ছেড়া না করা হয়। এই মামলা যেন প্রত্যাহার করা হয়। আর যারা উদ্দেশ্য মূলকভাবে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য আমার সন্তানের লাশকে ব্যবহার করে ব্যবসা করতে চায়, নিরাপরাধ ব্যক্তিদের নামে মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা তাদের প্রতি যেন যথাযথ সম্মান ও মর্যাদা দেখানো হয়। এবং আমাদের পরিবারের চলার মত ব্যবস্থা করে দেওয়া হয়।

সংবাদ সন্মেলন নিহতের স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রান্সজেন্ডারের অপারেশনে গিয়ে জানলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

আন্তর্জাতিক ডেস্ক: অপারেশনের মাধ্যমে ম্যাস্টেক্টমি অর্থাৎ স্তন অপসারণ করিয়েছেন ইতালির এক নাগরিক। এরপর ট্রান্সজেন্ডার পুরুষ হিসেবে নিজেকে দাবি করা মার্কো প্রস্তুতি নিচ্ছেন অপারেশনের মাধ্যমে লিঙ্গ

সচিবালয়ে আগুন, তদন্ত প্রতিবেদনে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: গত ২৫ ডিসেম্বর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্তের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ‍উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এই

আজিমপুরের চুরি হওয়া সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশু কন্যা জাইফা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় গণমাধ্যমে

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা

বেলকুচিতে পৌর মেয়রের ওপর হামলা শিশু, সংবাদকর্মীসহ আহত ৫

রেজাউল করিম বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ২ টার দিকে পৌর এলাকায় আলহাজ