নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাবেক সংসদ সদস্য (এমপি’) গোলাম মাওলা রনিকে নিয়ে ইউটিউব-ফেসুবকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বলেন, যখন যেখানে সুবিধা পেয়েছেন, সেখানে মুখ লাগিয়েছেন। সেখানে দুগন্ধ ছড়িয়েছেন। আর যেখানে গিয়েছেন সেখানে তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে। গোলাম মাওলা রনি কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি, কখনও জামায়াত সেজেছেন। এ বিষয়ে মুখ খুলেছেন গোলাম মাওলা রনি। ইলিয়াস হোসেনের নামে আল্লাহর কাছে বিচার দিলেন তিনি।
শনিবার (৩১ আগস্ট’) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি ‘ইয়া রব, আমার মালিক-তোমার নিকট বিচার চাই।’
গোলাম মাওলা রনির স্ট্যাটাস হবহু তুলে ধরা হলো:
আমার দাদির ভাই ধলা মিয়া পীরসাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা। অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কোন কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ-নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং, আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছি!
আমি সকল বিষয়ে আল্লাহর ওপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি। কারও বিরুদ্ধে নালিশ করিনি। তবে, গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম-
‘ইয়া রব, আমার মালিক-তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে, তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখেরাতে এমন বিচার চাই, যা দেখে কেবল আমি নই-তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন।’