আপনার জানার ও বিনোদনের ঠিকানা

”আর মাইরেন না স্যার, আমার আম্মু মরি যাবে’’

ঠিকানা টিভি ডট প্রেস: আর মাইরেন না স্যার, আর মাইরেন না। আমাকে বের করে দেন, আমাকে বের করে দেন স্যার। আমার আম্মু মরি যাবে স্যার।’ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মায়ের চিকিৎসা নিতে এসে ইন্টার্ন চিকিৎসকদের হাতে মারধরের শিকার হওয়া সুমন পারভেজ রিপনের (২৮) এমন আকুতির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিপনের বাড়ি রাজশাহী নগরীর বোসপাড়া মহল্লায়। রিপনের মা পিয়ারা বেগম (৬০) গত শুক্রবার থেকে ৪৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ওই ভিডিওতে রিপনের আকুতির পরেও তাকে মারপিট করা হয়েছে। এ সময় এক ইন্টার্ন চিকিৎসক তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা গেছে। তখন ওই ইন্টার্ন চিকিৎসক রিপনকে উদ্দেশ্য করে বলেন,‘আমাদের মধ্যে এই ছেলেটা সবচেয়ে নিরীহ। আর এর সঙ্গে তুই বেয়াদবি করছিস। এ সময় সুমন পারভেজ রিপন ‌‘ও মা’ ‘ও মা’ বলে চিৎকার করে বলেন ‘আর মাইরেন না স্যার’

এ সময় ইন্টার্ন চিকিৎসককে বলতে শোনা যায়, আচরণ করার আগে মনে ছিল না। তখন নার্সকে ইন্টার্ন চিকিৎসক বলেন, আপনি যান আপনাদের ওখানে বেয়াদবি হয়েছে। আপনি যান শুনে আসেন, ও বেয়াদবি করছে কি না। অপর ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘এরে নেড়া করে দেই।’

তখন রিপন বলেন, ‘স্যার আমাকে বের করে দেন, আমাকে বের করে দেন স্যার।’ পাশ থেকে ইন্টার্ন চিকিৎসক বলেন ‘এই তুই বের হবি কেন। তুই না ডাক্তার দেখবি, দেখ। এই কার বয়স কত বল।’ তখন রিপন বলেন,‘আমার আম্মু মরি যাবে স্যার।’ ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘এই তোর মা মরবে কি না মরবে তা আমরা দেখব।’ এ সময় রিপনকে বেধরক মারধর করা হয়। তখন রিপন ও মা ও মা বলে চিৎকার করতে থাকেন। আর বলতে থাকেন হাত ভেঙে গেল, হাত ভেঙে গেল।

ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘ডাক্তারের গায়ে হাত দিয়ে চাইছিলি না, হাত কাইটা রাইখা দেয়।’ তখন কয়েকজন সিনিয়র ইন্টার্ন চিকিৎসক বলতে শোনা যায়, হয়েছে হয়েছে থাম থাম। রিপন বলেন, ‘আমি কাউকে মারিনি।’ তখন ইন্টার্ন চিকিৎসক বলেন, এই তুই মারার চেয়ে বড় কিছু করছিস।’

এরপর বিষয়টি নিয়ে রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক’) হাসপাতালে চিকিৎসাধীন পিয়ারা বেগমের (৬০) ছেলে রিপনকে দরজা বন্ধ করে এভাবেই বেধড়ক পিটিয়েছেন একদল ইন্টার্ন চিকিৎসক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে রিপন বিভিন্ন পরীক্ষার রিপোর্ট নিয়ে ইন্টার্ন চিকিৎসকের কাছে তার মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে যান। এই রিপোর্ট দেখার সময় ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে রিপন সেখান থেকে চলে গেলে কৌশলে ডেকে একদফা মারধর করা হয়। এরপর একজন জ্যেষ্ঠ চিকিৎসক এলে রিপন তাকে ঘটনার বিষয়ে জানাতে যান। তখন জ্যেষ্ঠ চিকিৎসকের সামনেই দ্বিতীয় দফায় রিপনকে মারধর করা হয়। পরে পুলিশ ও আনসার সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যান। রিপনের বক্তব্য শোনার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহমদ বলেন, রিপন ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। ডাক্তাররা লিখিত অভিযোগ করেছেন। রিপন কোনো অভিযোগ করেনি। রিপনকে অভিযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ছয় সদস্যের একটা তদন্ত কমিটির ড্রাফ করা হয়েছে। তিনি অভিযোগ দিলে তদন্ত কমিটি কাজ শুরু করবে’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে চারদিক দিয়ে বাড়ছে চীনা আগ্রাসন

নিজস্ব প্রতিবেদক: চীন বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো এখন বাস্তবায়ন চলছে সেই মেগা প্রকল্পগুলোর একটি বড় অংশ জুড়েই রয়েছে চীনের উপস্থিতি

‘উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির হিসেব নিকেশ’

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর পরই সারাদেশে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের আমেজ। ঈদের মধ্যেই উপজেলা নির্বাচন নিয়ে উৎসাহী প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। ঈদে

যশোরে বাবার কাছে এসে নিখোঁজ, শিশুকন্যা জোনাকির মরদেহ উদ্ধার

জেমস আব্দুর রহিম রানা: যশোরে নিখোঁজের একদিন পর শহরের রেলগেট মডেল মসজিদের পশ্চিম পাস থেকে জোনাকি খাতুন(৯) নামে এক কিশোরী  মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল)

সরকারবিরোধী আন্দোলন: শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রে থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ ও সহযোগী

মারা গেছেন অভিনেতা অলিউল হক রুমি

ঠিকানা টিভি ডট প্রেস: টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। সোমবার (২২ এপ্রিল’) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

‘নিষেধাজ্ঞার মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত’

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এরমধ্যে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে