
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী কবির বিন সামাদের ঠিকানা ইসলামিক টিভির পদযাত্রা শুরু হয়েছে।
সোস্যাল মিডিয়াতে রীতিমত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠিকানা ইসলামিক টিভি। শিল্পী কবির বিন সামাদের সংগীত, সমসামিয়ক বক্তৃতা সাধারণ মানুষের কাছে বেশ প্রিয়।
শিল্পী কবির বিন সামাদ ওয়াজের ময়দানেও সমানভাবে ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রায় মাহফিলে এই শিল্পী থাকেন প্রধান আকর্ষণ হিসেবে।
সুস্থ ধারার সাংস্কৃতিকে লালনকারী শিল্পী কবির বিন সামাদ বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের হাতে এখন পুরো পৃথিবীটা। তিনি বলেন, স্মার্টফোন এখন মানুষের হাতে হাতে অযাচিতভাবে কেউ না চাইতেই সামনে চলে আসে অনেক ধরনের কন্টেন্ট, হতে পারে তা মিউজিক ভিডিও, অশ্লীল দৃশ্য যা খারাপের দিকে নিয়ে যায় । কিন্তু আমার চিন্তা-চেতনা হচ্ছে এই যে, আমার তৈরীকৃত নাটক, ফোনকল শিক্ষণীয় না হলেও অন্তত অশ্লীল না। যদি আমার ভিডিও ৪ মিনিটের হয়, ওই ব্যক্তি সেই ৪ মিনিট অশ্লীল কন্টেন্ট [ভিডিও] দেখা থেকে বিরত থাকতো পারলো এটাই আমার প্রাপ্তি।
পেজের লিংক: https://www.facebook.com/ThikanaIslamic