৮ দিনের রিমান্ডে ইমরান

দুর্নীতির মামলার গ্রেপ্তার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। 

বুধবার রাজধানী ইসলামাবাদের পুলিশ লাইন এলাকার একটি জবাবদিহি (অ্যাকাউন্টিবিলিটি) আদালতে ইমরান খানকে হাজির করার পর বিচারক মোহাম্মদ বশির এই আদেশ দেন বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক ডন।

পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতগুলো মূলত দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) মামলার বিচারকাজ পরিচালনা করে। গত কাল (মঙ্গলবার) দুটি মামলার শুনানিতে হাজিরা দেওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান, সেখানে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এবং ন্যাবের একটি যৌথদল পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর বুধবার দুপুরের দিকে ন্যাবের একটি দল তাকে আদালতে হাজির করে।

যে পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জারি করা হয়েছিল গত ১ মে। ন্যাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট স্বাক্ষরিত সেই পরোয়ানা অনুসারে, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছিল— তার সত্যতা পেয়েছে ন্যাব। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং ন্যাবের ভাষ্য— ওই মামলার আসামি হিসেবেই মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে পিটিআই চেয়ারম্যানকে।

বুধবার অ্যাকাউন্টিবিলিটি আদালতে ইমরান খানকে হাজির করার পর ইমরানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ১৪ দিন রিমান্ডে রাখার আবেদন করে ন্যাবের একটি দল। সেই আবেদনের ওপর হওয়া শুনানিতে অবশ্য ইমরানের আইনজীবী ন্যাবের এই আবেদনের বিরোধিতা করে বলেন, যে মামলায় পিটিআিই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে— সেটি ন্যাবের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তিনি আরো বলেন, এই মামলার বিচারকাজ হওয়া উচিত সাধারণ মুক্ত কোনো আদালতে।

ইমরান খানের আইনজীবীর যুক্তির পাল্টা যুক্তি দিয়ে ন্যাবের আইনজীবী বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের আগে ইমরান খানকে পরোয়ানা দেখানো হয়েছে এবং যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে— যুক্তরাজ্যে জাতীয় অপরাধ দমন কর্তৃপক্ষ ইতোমধ্যে সেটির তদন্তও সম্পন্ন করেছে।

শুনানির সময় আদালতে উপস্থিত ইমরান খান বলেন, তাকে গ্রেপ্তারের আগে পরোয়ানা দেখানো হয়নি, বরং গ্রেপ্তারের পর ন্যাব ভবনে নিয়ে গিয়ে তা দেখানো হয়েছে। গ্রেপ্তারের সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন পিটিআই চেয়ারম্যান।

উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১৪ দিনের পরিবর্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ন্যাবের অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সোহাওয়া শহরে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রকল্পের নামে ব্রিটেনের একটি রিয়েল এস্টেট কোম্পানিকে রাষ্ঠীয় কোষাগার থেকে ১ কোটি ৯০ লাখ ডলার দিয়েছিলেন ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের কয়েক জন জেষ্ঠ্য নেতা। বিশ্ববিদ্যালয়ের জন্য যে জমি বরাদ্দ নেওয়া হয়, সেখান থেকেও ইমরান ও তার স্ত্রী সুবিধা নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে পরোয়ানায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডলার বিক্রি বন্ধ: গভর্নর

ঠিকানা টিভি ডট প্রেস: আড়াই মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)

সিরাজগঞ্জ বেলকুচিতে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার সবর্ণসাড়া মহা শ্মশান এলাকা থেকে ওই

চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ফাঁকা বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু বাড়িতে এসি আছে দেখে তা চালিয়ে দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে তাকে পুলিশ তাকে ঘুম থেকে

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে

ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির

নিজস্ব প্রতিবেদক: বহিরাগতদের অস্ত্রাগার দেখানো ও সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে শাহের ফেরদৌস রানা নামে খুলনার রেঞ্জ ডিআইজির

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা