নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে রাহাত (২০) ও বেলাল (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি') বিকাল সাড়ে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাহাত ও বেলালের বাড়ি গজালিয়া ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌছলে গ্রীন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বর্তমানে ফায়ার সার্ভিস রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।'
গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম ও পুলিশ সুপার সাইদুর রহমান।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.