রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৩ অক্টোবর (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৩ অক্টোবর (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ উদয়ন কনফারেন্স হলে সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠানের কর্মসূচি। এরপর ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির প্রতিনিধিসহ নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমাদের নবযাত্রা শুরু হলো, আগামী পাঁচ বছর তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা জানি তোমরা প্রত্যেকেই মেধাবী কারণ তোমরা একটি বৃহৎ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় সফল হওয়ার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তোমাদের সেই মেধাকে চর্চা করতে হবে। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তোমরা কতদূর এগিয়ে যেতে পারবে সেটি তোমাদেরকেই নির্ধারণ করতে হবে এবং ভাবতে হবে, আমরা শুধু তোমাদের সহযোগিতা করতে পারবো, নির্দেশনা দিতে পারবো।

তিনি আরও বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে, মনে রাখবে বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় নবীন শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাহিরে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন। আলোচনা সভা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ যমুনার চরের একমাত্র স্কুলটি পুড়ে ছাই

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে যমুনার চরে গড়ে ওঠা একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চলের শিক্ষার্থীরা। সোমবার (২৪ জুলাই) বিকালে

‘রিজভীর নেতা কে, তারেক না পিনাকী’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি যে- ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি পালন করছেন, ভারতীয় পণ্য আগুনে পুড়িয়ে দেওয়ার ফটোসেশনে অংশ নিচ্ছেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পরিস্থিতির আরও উন্নতির জন্য পদক্ষেপ

সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি?

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট

সিরাজগঞ্জে বেড়ানোর কথা বলে মোবাইলে ডেকে নিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের খুকনী পশ্চিম পাড়া ৭ম শ্রেণির ছাত্রী (১৪) কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে মোবাইল ফোনে

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২