রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৩ অক্টোবর (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৩ অক্টোবর (বুধবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ উদয়ন কনফারেন্স হলে সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠানের কর্মসূচি। এরপর ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল বীর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির প্রতিনিধিসহ নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমাদের নবযাত্রা শুরু হলো, আগামী পাঁচ বছর তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা জানি তোমরা প্রত্যেকেই মেধাবী কারণ তোমরা একটি বৃহৎ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় সফল হওয়ার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তোমাদের সেই মেধাকে চর্চা করতে হবে। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তোমরা কতদূর এগিয়ে যেতে পারবে সেটি তোমাদেরকেই নির্ধারণ করতে হবে এবং ভাবতে হবে, আমরা শুধু তোমাদের সহযোগিতা করতে পারবো, নির্দেশনা দিতে পারবো।

তিনি আরও বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে, মনে রাখবে বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় নবীন শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাহিরে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য শেষ করেন। আলোচনা সভা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনিবন্ধিত হজযাত্রীদেরকে মক্কা থেকে বের করে দিলো কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক :হজের অনুমোদনহীন তিন লাখ মানুষকে পবিত্র মক্কা নগরী থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ

বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর-শেষবারের মতো আলোচনায়

শিক্ষিকার সঙ্গে শিক্ষা কর্মকর্তার প্রেম, বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মারধরের শিকার

নিজস্ব প্রতিবেদক: এক শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মারামারির ঘটনায় আব্দুর রাশিদ ও আবু রায়হান নামে দুই শিক্ষা কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে

পালিয়ে যাওয়া নেতার ষড়যন্ত্র বন্ধ করুন- মাও. রফিকুল ইসলাম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: পালিয়ে যাওয়া নেতা ও ভারত সরকারের পেতাত্বা শেখ হাসিনার নেতৃত্বের ষড়যন্ত্র বন্ধ করতে হবে তা না হলে স্বৈরাচার সরকার আবারও জনগনকে বিপদে

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: টানা ২৮ বছর পর গেলবার কোপা আমেরিকার শিরোপা জেতার মধ্য দিয়ে যেন আর্জেন্টিনার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক

দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন,