
৯৫ বছর বয়সে ইভিএমে প্রথম বারের মতো ভোট দিলেন হাজী আফসার উদ্দিন। ভাতিজা আর নাতনীর সঙ্গে এসে ভোট দিতে সকালেই কেন্দ্রে উপস্থিত হলেন এই প্রবীণ ভোটার।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে গাজীপুর সদর উপজেলা নলজানী ইউনিয়নের বাড়ীয়ালী নলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।
সকাল ৮টায় অটোরিকশা করে তিনি ভোট দিতে আসেন। তখন তার সঙ্গে ভাতিজা শফিকুল ইসলাম ও নাতনী সানজিদা আক্তার কনা ছিলেন।
ইভিএমে প্রথম ভোটের বিষয়ে জানতে চাওয়া হলে আফসার উদ্দিন বলেন, ‘ইভিএম ভালো। ব্যালটের চেয়ে ইভিএম ভালো।’
ভাতিজা শফিকুল ইসলাম জানান, কাগজে চাচা আফসার উদ্দিনের বয়স ১৯২৮ সালের ২ জানুয়ারি লেখা থাকলেও তার বয়স আমাদের পারিবারিক হিসাবে ১০৫ বছর চলছে। আমাদের বাড়ি নলজানি গ্রামেই। তার চার ছেলে ২ মেয়ে রয়েছেন।