ঠিকানা টিভি ডট প্রেস: সাভারে পাওনা ৮০০ টাকার জন্য এক রিকশাচালককে কুকুরের সঙ্গে শেকল দিয়ে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশ রিকশাচালককে উদ্ধার করলেও পালিয়ে গেছেন অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকার একটি গাছের সঙ্গে বেঁধে রাখার সাত ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে পুলিশ ওই রিকশাচালককে উদ্ধার করে।
রিকশাচালক রবিউল ইসলাম (৪০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
অভিযুক্ত মো. মামুন তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকায় ভাঙারির ব্যবসা করেন।
এ সময়ে রবিউল বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুনের আমার কাছে ৮০০ টাকা পাওনা ছিল। সেই টাকার জন্য আমাকে আজ সকাল সাতটার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন।
পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সাথে খুঁটিতে আমাকে বেঁধে রাখে। খবর পেয়ে প্রায় সাত ঘণ্টা পর পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.