৮’বিচারপতিকে বোকা বানিয়ে ৪বার জামিন নিলেন ইউপি চেয়ারম্যান’

নিজস্ব প্রতিবেদক: একজন দুজন নয়, রীতিমতো ৮ জন বিচারপতিকে বোকা বানিয়ে হাইকোর্ট থেকে ৪বার জামিন নিয়েছেন রংপুর বদরগঞ্জের এক ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, হাইকোর্টে সবশেষ জামিন পাওয়ার ৪৮ ঘন্টা পেরোতেই বেরিয়েও যান কারাগার থেকে। এমন স্মার্ট আসামি দেখে হতভম্ব হয়ে গেছেন চেম্বার জজ।

রংপুর বদরগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চল কালুপাড়া। সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মানিক। যিনি ২০২২ সালে বদরগঞ্জে আব্দুল মজিদ হত্যা মামলার প্রধান আসামি। এই মানিকই হাইকোর্টকে অভিনব কায়দায় ধোঁকা দিয়েছেন চারবার। ৮ বিচারপতি বুঝতেও পারেননি তারা কিভাবে একজন ইউপি চেয়ারম্যানের প্রতারণার ফাঁদে পড়েছেন।

মামলার এজাহারে জানা যায়, বাড়ি থেকে ডেকে নিয়ে সরকারি কর্মচারি আব্দুল মজিদকে হত্যা করা হয় মানিক চেয়ারম্যানের গ্রামের বাড়িতে। এরপর সাজানো হয় দুর্ঘটনার নাটক।

এ মামলায় ২০২২ সালের ১১ আগস্ট হাইকোর্টে আগাম জামিন চাইতে আসলে মানিককে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। তবে এর মেয়াদ শেষ হলে আত্মসমর্পণ না করেই ১৯ অক্টোবর তথ্য গোপন করে ফের আগাম জামিন চান মানিক। এবার অন্য বিচারপতি তাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু এবারও আত্মসমর্পণ না করে পুরনো কায়দায় আরেক বিচারপতির বেঞ্চ থেকে একই আদেশ নেন তিনি।’

এরই মধ্যে ৩১ মে ২০২৩ এ হত্যা মামলার চার্জশিটে ৩ নাম্বার আসামি হন মানিক চেয়ারম্যান। ১৪ নভেম্বর ২০২৩ আত্মসমর্পণ করে যান কারাগারে। তবে এ বছরের ২১ জানুয়ারি ফের বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে জামিন চান আগের সব তথ্য গোপন করে। জামিন পেয়ে কারাগার থেকে বের হন দুদিন পরেই।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, নিজের সব তথ্য গোপন করে জামিন নিয়েছেন মানিক চেয়ারম্যান। এসব ব্যাপারে আদালত কিছুই জানতেন না। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন রংপুর থেকে।’

অবশেষে পুরো বিষয়টি নজরে আসে রাষ্ট্রপক্ষের। জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয় চেম্বার আদালতে। সব নথি দেখে হতভম্ব হয়ে আদালত মানিককে আত্মসমর্পণের নির্দেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এটা প্রমাণিত হয়েছে, আদালত প্রতারণা করেছেন মানিক চেয়ারম্যান। বিষয়টি এখন পরিষ্কার। তাই তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

এমন জালিয়াতিতে বিস্ময় প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। বলেন, আত্মসমর্পণ না করলে তাকে যেন গ্রেপ্তার করে পুলিশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘রাশিয়ার তেল ভারত ঘুরে যাচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রে’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নাখোদকা বন্দরের কাছে জ্বালানি তেলবাহী ট্যাংকার এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনা রেকর্ড পরিমাণ

সাংবাদিকদের ‘কমনসেন্স’ কমছে

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলের ন্যারেটিভ কখনও কখনও এতটাই শক্তিশালী হতে পারে যে, দেশ, রাষ্ট্র, সরকার আর দলের সীমারেখা মুছে দিতে পারে। তখন ব্যক্তির বিশুদ্ধ দেশপ্রেম ভাবনাও

গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৪২ হাজার ৮০০

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর

যাদের সাহায্যে এক প্রকল্প থেকেই ৫শ’ কোটি ডলার আত্মসাৎ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে

ভবিষ্যৎ বরের আশায় কবিতা লিখে ট্রোলড ‘পটলকুমার’

এখনো স্কুলের গণ্ডি পেরোননি! এর মাঝেই পাত্র খুঁজছেন ‘পটলকুমার’ অভিনেত্রী হিয়া দে? এর আগেও নেটপাড়ার নীতিপুলিশদের কাছে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবারও তার