নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ছয় জন সমন্বয়ককে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ছয় সমন্বয়ক হলেন-মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।'
গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতালে থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। এরপর শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।
রবিবার (২৮ জুলাই') রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ছয় সমন্বয়ক সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
তাদের সই করা লিখিত বার্তায় জানানো হয়, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত-নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.