
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি :ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক উত্তাপ সহ্য করে ভোটের মাঠে টিকে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নেতাকর্মীরা।
২২ এপ্রিল সোমবার দুপুরে স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রধানদের সাথে মতবিনিময় সভায় নেতাকর্মীরা প্রার্থী সুলতান হোসেন খানকে এ প্রতিশ্রুতি দেন। তারা বলেন ৬০ ডিগ্রি রাজনৈতিক তাপমাত্রা সহ্য করেও আমরা আপনার সাথে আছি; কোন চাপ আমাদেরকে দূর্বল করতে পারবেনা। এতে ইউনিয়নগুলো থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
নেতাকর্মীদের বক্তব্য শেষে সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী সুলতান হোসেন খান নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, পদপদবী ছিনিয়ে নিয়ে কাউকে জনগণের কাছ থেকে দূরে রাখা যায়না। জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে আছি; তবে আপনারা কোন উচ্ছৃঙ্খলতা করবেন না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভোট করবো; কোন অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবেনা। আপনারা ধৈয্য হারাবেন না।
উল্লেখ্য, ঝালকাঠির কৃতি সন্তান খুলনার মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা সুলতান হোসেন খান দ্বিতীয় বারের মত চেয়ারম্যান প্রার্থী হলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরো তিনজন প্রার্থী রয়েছেন। এবছর তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে না চাইলেও তার ভোটার,সমর্থকদের আগ্রহের কারনে প্রার্থী হন।