নিজস্ব প্রতিবেদক: বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবারের (৩ মার্চ) তথ্যে এ কথা জানা গেছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), রাত ১১টা ৫৯ মিনিটে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিসিএসের পরীক্ষার্থীর এই সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।'
জনসংখ্যা বিষয়ক তথ্য পর্যলোচনাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারে বিশ্বের ২৩৪টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। তার মধ্যে মায়োতে থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫৪টি দেশের জনসংখ্যা তিন লাখ ৭৫ হাজারের কম।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৩৪ দেশ ও দ্বীপের তালিকায় ১৮১ নম্বর অবস্থানে রয়েছে মারটিনিকিউয়ের নাম। দেশটির জনসংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৯৫ জন। আর ২৩৪ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা ৪৯৬ জন।'