
আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,
মরদেহগুলো এরপর ইসরায়েলে জিম্মির স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়। তাদের পরিচয় শনাক্ত করেছে তেলআবিবব। এ নিয়ে ৮ জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস।
শর্তানুযায়ী, ২৮ জিম্মির দেহাবশেষ ফেরত দেয়ার কথা ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির। তবে, পর্যাপ্ত তথ্য না থাকায় বাকি ২০ জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় আরও দেরি হবে বলে জানিয়েছে হামাস। এর আগে, জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস।,











