সিরাজগঞ্জ প্রতিনিধি: ৪১তম বিসিএসে সিরাজগঞ্জের দুর্গম চৌহালী উপজেলার ৩ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে।
সুপারিশপ্রাপ্তরা হলেন- দেলোয়ার এইচ রাইন, জাকিয়া আবেদীন জনি ও ডা. শহিদুল ইসলাম।
দেলোয়ার এইচ রাইন, ৪১ তম বিসিএসে পুলিশ ক্যাডারে (৭ম স্থান) এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। জাকিয়া আবেদীন জনি ফিসারিজ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ও ডা. শহিদুল ইসলাম পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বুধবার বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দেলোয়ার এইচ রাইন ও ডা. শহিদুল ইসলাম উপস্থিত হলেও অসুস্থতা জনিত কারণে অংশ নিতে পারেননি জাকিয়া আবেদীন জনি। অনুষ্ঠানের শুরুতেই তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরে আলোচনা সভায় তারা তাদের এ পথ পাড়ি দেয়ার গল্প তুলে ধরে দেলোয়ার এইচ রাইন বলেন,এ পথ পাড়ি দেয়া খুব কঠিন ছিলো কিন্তু ধৈর্য ও প্রচুর লেখা পড়া আর মা, বাবা ও শিক্ষকদের দোয়ায় আমি সফল হয়েছি।
ডা. শহিদুল ইসলাম বলেন, প্রবল ইচ্ছা শক্তি ও ধৈর্য ছাড়া এর পথ পাড়ি দেওয়া সম্ভব না। আমার বাবা ও বড় ভাইয়ের ইচ্ছে ছিলো আমি যেনো বিসিএস ক্যাডার হই কিন্তু আমার সফলতার দিনে তারা কেউই বেচে নেই।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ মানুষকে সর্বোচ্চ টা দিয়ে সেবা দেওয়ার পাশাপাশি নিজের জন্মভূমির জন্য ভালো কাজ করার পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, দুর্গম উপজেলা থেকে ৩ জন ৪১ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়ছে। মেধা ও ধৈর্য ছিলো বলেই আজ সফলতার দেখা পেয়েছে। তাদের দেখে যেনো শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ায় মনযোগী হয় সে জন্যই এ আয়োজন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.