আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত হাতে। শনিবার উত্তর গাজায় সংঘটিত এক পাল্টা হামলায় আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহত সেনার নাম গালেব স্লিমান আল নাসাসরা, যিনি ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ৪১২ জন সদস্য নিহত হয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০। আইডিএফ আরও জানায়, গাজায় ১৮ মার্চ পুনরায় বড় পরিসরে অভিযান শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। বর্তমানে সংঘর্ষের মাত্রা আরও বেড়েছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।'
এদিকে, শনিবার গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় ১৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬,০০০-এর বেশি সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩,০০০ জন শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত সেনাদের মধ্যে ৪ শতাংশ গুরুতর এবং ৬ শতাংশ মাঝারি আঘাতপ্রাপ্ত।
ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, বিভিন্ন যুদ্ধ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৮,০০০ সেনা সদস্যকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে, যাদের অর্ধেকই মানসিক রোগে আক্রান্ত থাকবেন।
এছাড়াও, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা সম্প্রতি গাজায় একটি পৃথক অভিযানে আইডিএফ-এর একটি ইউনিটকে ফাঁদে ফেলে দেয়। সেনারা একটি সুড়ঙ্গ খোলার চেষ্টা করার সময় সেখানে পুঁতে রাখা একাধিক বিস্ফোরক একে একে বিস্ফোরিত হয়, ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হন।
এই পরিস্থিতির মধ্যেও ইসরায়েল যুদ্ধ থামাতে নারাজ। হামাসের পক্ষ থেকে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে এবং বন্দিমুক্তির বিনিময়ে একটি স্থায়ী সমঝোতার প্রস্তাবও অগ্রাহ্য করেছে। বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।'