৩২ বছরের শিশু! কুড়িগ্রামের আছর উদ্দিন 

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: ৩২ বছর বয়স পার হলেও মাত্র ৪০ ইঞ্চি উচ্চতা। দেখতে এখনো শিশুর মতো কুড়িগ্রামের আছর উদ্দিন। আচরণে অনেকটা শিশুর মতো হওয়ায়, সারাদিন খেলাধুলাও করছেন পাড়ার অন্যসব শিশুদের সঙ্গে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকার আজিম উদ্দিন ও আছিয়া বেগম দম্পতির ছেলে আছর উদ্দিন ওরফে ছমির। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আছর উদ্দিন ওরফে ছমির এখনো পিতা-মাতার কোলেই পালিত হয়ে আসছেন।

বর্তমানে তার দরিদ্র বাবা-মা দেখাশোনা করলেও ছমির উদ্দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। এদিকে জন্মগত ত্রুটির কারণে এমন রোগে আক্রান্ত সন্তানরা উন্নত চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনার কথা জানান চিকিৎসক।

জন্মগত ত্রুটির কারণে এমন রোগে আক্রান্ত এসব সন্তান উন্নত চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনার কথা জানান চিকিৎসক। ১৯৯২ সালে ২৪ মে জন্ম হয় আছর উদ্দিন। সে অনুযায়ী এখন তার বয়স ৩২ বছর।

আছর উদ্দিনের মা-বাবা জানান, জন্মের পর থেকেই সে অস্বাভাবিক। বয়স বাড়লেও এখনো শিশুর মতোই লালন-পালন করছেন তাকে। ছেলেকে সুস্থ করে তুলতে দেখিয়েছেন চিকিৎসকও। তারপরও শরীরে নানা সমস্যা নিয়ে শিশুই থেকে গেছেন আছর উদ্দিন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত তারা।

স্হানীয়রা জানান, আছর উদ্দিনকে ছোটবেলা থেকেই প্রতিবন্ধীর মতো দেখছি। সব সময় ছোট বাচ্চাদের সঙ্গেই খেলাধুলা করে। তার আসলে শারীরিক বৃদ্ধির সংখ্যা নেই।

মা আছিয়া বেগম বলেন, ‘ছেলের দুই বছর বয়স থেকেই, বুঝতে পেরেছি আমার ছেলের শারীরিক সমস্যা আছে। পরে তাকে স্বাভাবিক করে তুলতে অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছি। ডাক্তার আমাকে বলছেন— আপনার ছেলে স্বাভাবিক হবে না। তারপরও তাকে মাঝেমধ্যে ডাক্তার দেখাইছি। এখন তার বয়স অনেক হয়েছে। তবুও স্বাভাবিক হয়নি। তার ঘাড় ও পেটে সমস্যা, আরও অনেক শারীরিক সমস্যা আছে।

তিনি বলেন, ‘তার সঙ্গে সবসময় একজন থাকতে হয়। গোসল ও খাবার মুখে তুলে দিতে হয়। সংসারে খুব কষ্ট আমাদের। তার পরও ছেলেকে এখনো দেখাশুনা ও আদরযত্নে রেখেছি। তবে চিন্তা হয় আমার অবর্তমানে

ছেলেটাকে কে দেখবে।”

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, আছর উদ্দিনের প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ইউএনও ও ডিসি স্যার তার বিষয়ে আমার কাছ থেকে খোঁজখবর নিয়েছেন।

কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, মায়ের গর্ভাবস্থায় ত্রুটিজনিত কারণে এমন খর্বাকৃতির সন্তানের জন্ম হয়।

তিনি জানান,উন্নত চিকিৎসার মাধ্যমে আছর উদ্দিনকে কিছুটা হলেও সুস্থ করে তোলা সম্ভব।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপু্রে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এ

সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানির জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের বড় বাজার ও বানিয়াপট্রি এলাকায় অভিযান

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে

বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দু’দিন ধরে উত্তেজনা চলছে। এরই মধ‍্যে সোম ও মঙ্গলবার বিকেলে বিজিবি-বিএসএফের

একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা

ঠিকানা ডেস্ক: ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য

চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক

ঠিকানা টিভি ডট প্রেস: মেয়র (পৌরসভা-সিটি করপোরেশন) ও চেয়ারম্যান (ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ) পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা