
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল গঠনের সাত মাস পরও এখনো পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ না করায় এই লক্ষ্য বাস্তবায়ন দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গণপরিষদ নির্বাচনের নিশ্চয়তা পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে সফট সিগন্যাল পাওয়া অর্ধশতাধিক নেতা নিজ নিজ এলাকায় প্রচারণায় সক্রিয় রয়েছেন। এর মধ্যে কিছু আসনে সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত হয়েছে।
ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুর-৫ বা ঢাকার যে কোনো আসনে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ বা বরিশাল-৪ আসনে প্রার্থী হতে পারেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা (ঢাকা-১৭), যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন (ঢাকা-১৩), যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার (ঢাকা-৫), যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন (ঢাকা-৯), সংগঠক মো. রাসেল আহমেদ (ঢাকা-১), আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ), আলী নাছের খান (গাজীপুর-১), সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), সামান্তা শারমিন (ভোলা-১ বা ঢাকা-৯), আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), মাহবুব আলম মাহি (লক্ষ্মীপুর-১) ও জয়নাল আবেদীন শিশির (কুমিল্লা-১০)সহ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।
দলের নেতারা জানান, প্রার্থী মনোনয়ন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণপরিষদ নির্বাচনের নিশ্চয়তা মিললেই তারা পূর্ণোদ্যমে নির্বাচনি মাঠে নামবেন।