২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তদন্ত, সাত সাবেক মন্ত্রীসহ তলব

নিজস্ব প্রতিবেদক: সাবেক সাত মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা, বিচারপতি, সাবেক আইজিপি ও সচিবসহ ২২ জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ও টিপু মুনশি এবং সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।

এছাড়া আওয়ামী লীগের দুই সংসদ সদস্য, একজন সাবেক বিচারপতি, সাবেক সেনাপ্রধানের পাশাপাশি আইজিপি, সচিব, কর কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাবেক পরিচালকের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

তদন্তের অংশ হিসেবে আগামী ৭ জুলাই সকাল ১১টায় জামুকার সভাকক্ষে যথাযথ তথ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁদের। অভিযোগ প্রমাণিত হলে সনদ ও গেজেট বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন।

সূত্র জানায়, ইতোমধ্যে অভিযুক্তদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। জামুকার সহকারী পরিচালক আমির হামজার সই করা ওই চিঠিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে সমাজের সম্মানিত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, যাঁদের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেটের নথিপত্র যাচাই করা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন—

  • সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
  • সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
  • সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম
  • সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু
  • সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ও টিপু মুনশি
  • সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন
  • আওয়ামী লীগের এমপি আমিরুল আলম মিলন ও মীর শওকত আলী বাদশা
  • সাবেক সচিব খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব তড়িৎ কান্তি রায়
  • গোপালগঞ্জের তরুণ কান্তি বালা
  • সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
  • সাবেক আইজিপি আবদুর রহিম খান
  • সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, ক্যাপ্টেন আনারুল ইসলাম (মিরপুর ক্যাম্প)
  • সাবেক কর কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাহ সালাউদ্দিন
  • ফেনীর শফিকুল বাহার মজুমদার ও সালেহ উদ্দিন চৌধুরী
  • রংপুরের আলমনগরের আবদুস সোবহান খান

তদন্তের অংশ হিসেবে সেনাবাহিনীর চার কর্মকর্তার মুক্তিযুদ্ধ-সম্পর্কিত তথ্য সেনা সদর দপ্তরের কেন্দ্রীয় রেকর্ড অফিস থেকে সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, ১৩ এপ্রিল জামুকার ৯৫তম সভায় এই ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিতর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন হয়। সেখানে তাঁদের আবেদনপত্র, তদন্ত প্রতিবেদন, সভার কার্যবিবরণী, গেজেট ও অন্যান্য নথি পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত পাঁচবার মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়েছে। প্রথম তালিকায় ১ লাখ ২ হাজার ৪৫৮ জনের নাম ছিল। ১৯৯৮-২০০১ সালের সর্বশেষ তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৪ হাজার ৪৫২ জনে।

জামুকা সূত্র বলছে, অতীতের নানা অনিয়মে বিতর্কিত অনেকের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকায় সরকার এবার ‘জিরো টলারেন্স’ নীতিতে যাচাই-বাছাই শুরু করেছে। অভিযোগ সত্যি হলে কেবল সনদ বাতিল নয়, আইনি ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেলানী হত্যার ১৪ বছর, এখনো বিচারের আশায় পরিবার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। সেদিন বাবার

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা

সংসদের ৪৬ আসনের সীমানায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গাজীপুর জেলায় একটি আসন বেড়েছে, কমেছে বাগেরহাট জেলায় একটি। গাজীপুরে মোট আসন

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা লাল মামুদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৫ টায়

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল। শনিবার (১০

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।