২১ টাকা দরে ভারত থেকে এলো ১০৮ টন আলু

ঠিকানা টিভি ডট প্রেস: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু দেশে প্রবেশ করেছে। প্রতি টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হয়, যা কেজি দরে ২১.৬ টাকা পড়েছে।

দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বুধবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানী কারক ব্যবসায়ীরা আলু আমদানী করেছেন। বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮টা পর্যন্ত ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।

এসব আলু মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আমদানী করেছে।

টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হয়, যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, আমদানীকারকেরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি ধরে এই আলু বিক্রি করবেন।

খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।

হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন, ভারত সরকার আলুর ক্ষেত্রে শুল্ক কমে দিয়েছে এবং দেশে আলুর বাজার ঊর্ধ্বগতি, এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানীর অনুমতি দেয়। বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল।

বর্তমানে ভারতে আলুর মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিচ্ছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের খতিয়ান ধ্বংস ও বিলুপ্ত করার অভিযোগ’

ঠিকানা টিভি ডট প্রেস: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান ধ্বংস ও বিলুপ্ত করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন

টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের

পিলখানা হত্যাযজ্ঞ ইস্যুতে সোহেল তাজ, ‘আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই’

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে পুনঃতদন্ত হলে তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার (১৫ আগস্ট)

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মৃত্যুর খবর ছড়িয়েছে ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পান্নার ঘনিষ্টজন হিসেবে পরিচিত অনেকেই বিষয়টি নিয়ে

যে কারণে সরানো হচ্ছে না রাষ্ট্রপতিকে এবং পেছাচ্ছে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য প্রথমদিকে বেশ আন্দোলন হলেও পরে তেমন সাড়া পাওয়া যায়নি। তাহলে কি কারণে সরানো হচ্ছে

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি