নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রায় দেন। এর আগে মামলার পাঁচ দিনের আপিল শুনানি সম্পন্ন হয়েছিল।
রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ১ ডিসেম্বর হাইকোর্টের রায় অনুযায়ী সব আসামিকে খালাস দেওয়া হয়। ১৯ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষ পরে পৃথকভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। ১ জুন আপিলের অনুমতি দেওয়া হয় এবং এরপর শুনানি শুরু হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.